সলমন খান নাকি আজকাল একটু বেশি ঔদ্ধত্য দেখিয়ে ফেলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইজানের কান্ড ঘিরে শোরগোল। এমনিও তিনি প্রকাশ্যে নানা কিছু করেই থাকেন তবে এবার যেন বাঁধ ভেঙে ফেলেছেন।
প্রকাশ্য জনসভায় সঞ্চালকের মুখে ছুঁড়ে মারলেন জল। তারপর? সলমনের এই আচরণে ক্রুদ্ধ অনেকেই। একটু বেশিই বাড়াবাড়ি করেন তিনি? স্টেজে তখন দাঁড়িয়ে সঞ্চালক মণীশ পল এবং সলমন। হঠাৎ করেই মনীশের দিকে জল ছুঁড়ে মারেন সলমন। তাঁকে পুরো ভিজিয়ে দেন। এবং এরপরেও হাসতে হাসতে স্টেজের মধুর ঘুরে বেড়ান তিনি। ভাইজান বলে কি সবকিছু চলতে পারে?
আরও পড়ুন < মদ্যপ অবস্থায় আমি ওকে জড়িয়ে ধরেছিলাম : মনোজ বাজপেয়ী >
সলমনের সঙ্গে সবসময়ই নিদারুণ সম্পর্ক ভাইজানের। তাঁর সঙ্গে দাবাং ট্যুরেও এসেছিলেন মনীশ। ইন্ডাস্ট্রির অন্যতম সঞ্চালক হিসেবে জনপ্রিয়। তিনিও ভাইজানের এই আচরণে রেগে না গিয়ে বেশ হেসেই মানিয়ে নিলেন পরিস্থিতি। কিন্তু তারপরেও ভাইজানের কাণ্ডে রাগলেন অনেকেই। কী বলছেন তাঁরা?
তাঁরা বলছেন, এই একই কাজ যদি মণীশ করত তবে? আবার কেউ বলছেন এটা তো কলকাতায় হয়েছে। আবার কারওর কথায়, ভীষণ অসভ্য আচরণ। যদিও, এটাই প্রথম না। বরং এর আগেও প্রকাশ্য সভায় এহেন আচরণ করেছিলেন সলমন। মানুষজনকে অপদস্ত করতেও দেখা গিয়েছে তাঁকে।