Advertisment

Tiger 3: পাত্তাই পেলেন না সলমন, ভাইজানের অনুরোধ সত্ত্বেও ফাঁস শাহরুখের এন্ট্রি!

যে দৃশ্য নিয়ে উন্মাদনা ছিল সেটাই ফাঁস, ভাইজানের আদেশ উপেক্ষা করলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan tiger three spoiler alert: disclose Shahrukh entry

সলমনের ছবির দৃশ্য ভাইরাল

নিষেধ মানলেন না কেউই। সলমনের কথাও শুনলেন না কেউ। ভাইজানের নির্দেশ উপেক্ষা করেই টাইগার থ্রির ভিডিও, ক্যামিও সমস্ত কিছুই ফাঁস। স্পয়লার দিয়ে ভরিয়ে দিলেন সকলে।

Advertisment

ছবি নিয়ে সলমন ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল প্রথম থেকেই। স্পাই থ্রিলার নিয়ে তিনি ফিরছেন। কিন্তু, যা কাণ্ডটাই না করলেন তাঁরা। সলমনের ছবি দেখতে গিয়েই ফাঁস করলেন স্পয়লার। এই ছবিতে যশরাজ ব্যানারের তিন স্পাইকে দেখা যাবে এমনটাই কথা ছিল। কিন্তু, তাই বলে যারা সিনেমা দেখতে গিয়েছেন তারা এই কান্ড করবেন?

মর্নিং শো দেওয়া হয়েছিল এবারও। কানাঘুষো খবর ছিল শাহুরখ এবং হৃতিক থাকবেন এই ছবিতে, ক্যামিও হিসেবে। বেশ কিছু শাহরুখ ভক্ত কিং খানকে দেখতে গিয়েছিলেন। কিন্তু অ্যাকশন দৃশ্য থেকে হৃতিকের উপস্থিতিই কিছুই বাদ গেল না। সলমনের সঙ্গে সঙ্গেই শাহরুখের এন্ট্রিও ফাঁস করে দিলেন তারা। একটি ভিডিও ভাইরাল হয়ছে ঝড়ের গতিতে।

টাইগারকে বাঁচাতে শাহরুখ এন্ট্রি নিলেন রোপওয়ে করে। অসহায় টাইগার কোনও এক ফোর্ট এলাকায় সৈন্যদের হাতে বন্দী। তাঁকে বাঁচাতে ধামাকাদার এন্ট্রি নিলেন কিং খান। ভাইজানকে নিজের দায়িত্বেই তিনি বাঁচিয়ে নিয়ে আসেন। পাঠান ছবির গান পর্যন্ত বাজতে দেখা গিয়েছে এই ছবিতে। ভাইচারা প্রেমে মজে উঠেছিলেন বেশিরভাগ।

অন্যদিকে দেখা পাওয়ার কথা ছিল হৃতিকেরও। তিনিও কিন্তু বাদ পড়েননি। এমনকি হলে বসে থাকা মানুষজন একটুও কার্পণ্য করেননি সেই স্পয়লার রিলিজ করে দিতেও। রক্ত মাখামাখি, গায়ে ধুলো বালি, হেঁটে আসছেন হৃতিক। কোন দৃশ্যে সেটুকু না হয় পর্দায় দেখে নেওয়াই ভাল। কিন্তু, যারা এখনও এই ছবি দেখেন নি তাঁরা রীতিমতো রেগে আগুন। কারণ?

এভাবে স্পয়লার দেওয়া নিশ্চই উচিত না। অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন। প্রসঙ্গত, গতকাল ভাইজান নিজের পোস্টে উল্লেখ পর্যন্ত করেছিলেন যারা সিনেমা দেখতে অগ্রিম যাচ্ছেন তারা কোনও ক্লিপ এবং ফুটেজ যেন ভাইরাল না করেন। অনেক কষ্ট করে খেটে এটি তারা বানিয়েছেন। যদিও তাঁর কথা কথাই রয়ে গেল।

Tiger 3 SRK Birthday salman khan bollywood Entertainment News
Advertisment