ভাইজানের প্রাণ নিয়ে টানাটানি। শেষ কিছু মাস ধরেই তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ঘোরতর নিরাপত্তায় রাখা হয়েছে তাঁকে। তবে, গত দুদিন ধরে তাঁকে নিয়ে আবারও চর্চা। লরেন্স বিষ্ণই এর তরফে আবারও হুমকি দেওয়া হয়েছে তাঁকে।
জোরদার নিরাপত্তা, বাড়ির বাইরে পুলিশি তৎপরতা। হুমকির পর থেকেই মুম্বাই পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে। আইপিসি ৫০৬, ১২০ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। একটি ইমেলের মাধ্যমেই এই হুমকি সলমনের এক সদস্য অবধি পৌঁছেছে। ঘটনার নেপথ্যে লরেন্স বিশ্নই, গোলডি ব্রার এবং রোহিত গর্গ।
শনিবার বিকেল থেকেই শোরগোল তুঙ্গে। বিকেল নাগাদ ভাইজানের উদ্দেশে পাঠানো হয় এই ইমেল। মোহিত গর্গের আইডি থেকে পাঠানো এই ইমেলে ঠিক কি লেখা ছিল? তাতে লেখা... "গোল্ডী ভাই তোর বস সলমনের সঙ্গে কথা বলতে চায়। সাক্ষাৎকার দেখে নিয়েছিস নিশ্চই। যদি না দেখে থাকে তবে বলে দিও দেখে নেওয়ার জন্য। কিছু বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। ম্যাটার বন্ধ করতে হবে। মুখোমুখি বসে কথা বলতে চাই, এখন সময় থাকতে বলে দিলাম, পরে শুধুই ঝটকা দেব"।
আরও পড়ুন < বাংলা সিনেমার রেকর্ড, হলিউডি ভিড়ে টাইম স্কোয়ারের ‘দানবীয়’ বিলবোর্ডে ‘দোস্তজী’র টিজার >
ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন সলমনের পরিবার। তাঁকে Y+ ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। এর আগেও বাবা সেলিম খানের কাছেই ছেলের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। কিছুদিন আগেই তিহার জেল থেকে ভাইরাল হয়েছে লরেন্সের একটি ভিডিও। যাতে, তাঁকে স্পষ্ট বলতে শোনা যায় সলমনকে মেরে ফেলা তাঁর জীবনের আসল উদ্দেশ্য। এরপর থেকেই আবারও নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। তাঁকে বাড়ির বাইরে যাওয়ার এবং পাবলিক অনুষ্ঠানে উপস্থিত থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, বছর খানেক আগেই তিনি এবং বাবা সেলিম খান খুনের হুমকি পান। তারপর, নিজের সুরক্ষায় বন্দুক রাখার অনুমতিও চেয়েছিলেন তিনি। তবে, সূত্রের খবর এখন মুম্বইয়ের বাইরে রয়েছেন তিনি। ফলেই উত্তেজনা থেকেই যায়।