/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/lead-50.jpg)
আহিলকে কোলে নিয়ে সলমন। ছবি: অর্পিতা খানের ফেসবুক পেজ থেকে
Salman Khan, Ahil Sharma: সলমন খানের বোন অর্পিতা খানের বিয়েটা ছিল বলিউডের অন্য়তম জমকালো বিয়ে। হায়দরাবাদের নিজাম প্যালেসে বসেছিল বিয়ের আসর। দীর্ঘ সময়ের বয়ফ্রেন্ড আয়ুষ শর্মার সঙ্গে বিয়ে হয় অর্পিতার ২০১৪ সালে আর তাঁদের সন্তান আহিল জন্ম নেয় ২০১৬-তে। অর্পিতার সাধের অনুষ্ঠানটিও হয়েছিল বেশ জাঁকজমক করে। জন্মের পর থেকেই সলমনের নয়নের মণি আহিল। এমনিতেই সলমন খুবই শিশুপ্রেমী বলে পরিচিত। শুধু নিজের পরিবারের নয়, কোনও পার্টিতে বা ইভেন্টে উপস্থিত শিশুদের কোলে নিতে, তাদের আদর করতে দেখা গিয়েছে বহুবার।
আহিলকে নিয়ে সলমন টেলিভিশন শো-তেও এসেছেন। তৈমুরের মতো এতটা বেশি না হলেও আহিলকে নিয়েও গসিপ পত্রিকার মাতামাতি খুব একটা কম ছিল না। আহিলের বয়স এখন তিন। আয়ুষ শর্মা ও অর্পিতা সব সময়েই প্রায় চোখে চোখে রাখেন ছেলেকে। মাসখানেক আগে ইন্টারনেটে অত্যন্ত কুৎসিত ট্রোলের শিকার হয় আহিল। সেই সময় নেটিজেনদের কড়া জবাব দিয়েছিলেন অর্পিতা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/inside2-6.jpg)
আরও পড়ুন: চল্লিশ পেরিয়ে কেমন আছেন ‘তেরে নাম’-নায়িকা?
সেলিম খানের সঙ্গে আহিলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পরে সেখানে কয়েকজন নেটিজেন মন্তব্য করেন-- ''বাচ্চাটার কি পোলিও আছে?'' এই ধরনের মন্তব্য় কোনও প্ল্যাটফর্মেই কাঙ্ক্ষিত নয় এবং পৃথিবীর কোনও শিশুর ক্ষেত্রেই এই ধরনের মন্তব্য অনৈতিক, কুরুচিকর। অর্পিতা তাঁর মতো করে নেটিজেনদের একহাত নেন। নেহাতই মন্তব্যটা ইন্টারনেটে করা তাই বেঁচে গিয়েছেন সেই নেটিজেনরা। সলমনের সামনে এমন মন্তব্য করলে কী হত কে জানে!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/inside1-11.jpg)
তবে শুধু আহিল নয়, অর্পিতাকেও নানা ধরনের ট্রোল সহ্য করতে হয়েছে তাঁর চেহারার জন্য যা অত্যন্ত নিন্দার। আয়ুষ শর্মার সঙ্গে তাঁর বিয়ে নিয়েও অনেকে অনেক টিকা-টিপ্পনি করেছেন। কিন্তু সবার অকথা-কুকথাকে তুচ্ছ করে সুখে সংসার করছেন এই দম্পতি এবং যত্নে বড় করছেন আহিলকে।