গোটা দেশ যখন কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল, ঠিক এই সময়েই প্রকাশ্যে এল সলমন খানের (Salman Khan) নতুন ছবি 'অন্তিম' (Antim)-এর লুক। যাতে কিনা বলিউডের ভাইজানকে দেখা যাবে এক পুলিশ অফিসারের ভূমিকায়। ছবির প্রেক্ষাপট কৃষকদের দুঃখ-দুর্দশার কাহিনি। তবে বর্তমান কৃষক বিক্ষোভের কাহিনি নয় ২০১৮ সালের এক মারাঠি ছবির হিন্দি রিমেক 'অন্তিম'।
সম্প্রতি ছবির ফার্স্টলুক প্রকাশ্যে নিয়ে এসেছেন সলমন খানের ভগ্নীপতি আয়ুষ শর্মা। ২০১৮ সালের মারাঠি ক্রাইম ড্রামা 'মুলশি প্যাটার্ন'-এর কাহিনি অবলম্বনে তৈরি হবে এই ছবি। পরিচালকের আসনে রয়েছেন মহেশ মঞ্জরেকর। কৃষকদের সংঘর্ষ এবং দুঃখ, দুর্দশার কাহিনিই এই ছবির মূল প্রতিপাদ্য বিষয়। আর বর্তমানে যখন দেশে কৃষক বিক্ষোভ একটা গুরুতর ইস্যু হয়ে উঠেছে, ঠিক তখনই 'অন্তিম'-এর ফার্স্টলুক প্রকাশ্যে নিয়ে এলেন ভাইজান। এতে যেন খানিক কাকতালীয়ভাবেই কৃষক বিক্ষোভের সঙ্গে সলমনের নাম জড়িয়ে পড়ল।
উল্লেখ্য, এই ছবিতে সলমনকে এক শিখ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। ফার্স্টলুকেই মিলল তার ঝলক। পরনে পাগড়ি, চোখে রোদচশমা, মুখে চাপ দাঁড়ি, কালো টি-শার্ট, হাতে কড়া সলমন চলছেন সেই 'দাবাং' মেজাজে। ফার্স্টলুকে এমনভাবেই দেখা গেল অভিনেতাকে। সলমনের পাশাপাশি এই ছবিতে তাঁর ভগ্নীপতি আয়ুষ শর্মাও অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
সূত্রের খবর, পরিচালক মহেশ মঞ্জরেকর নাকি চেয়েছিলেন যে সলমন মারাঠি পুলিশ অফিসারের চরিত্রেই অভিনয় করুন। কিন্তু পরে শিখ পুলিশ অফিসারের চরিত্রকেই বেছে নেওয়া হয় ছবির চিত্রনাট্যের প্রয়োজনে। 'রাধে'র কাজ আপাতত শেষ করে ভাইজান পুরোদস্তুর মন দিয়েছেন 'বিগ বস ১৪' সঞ্চালনার কাজে। এবার তার সঙ্গেই যুক্ত হল 'অন্তিম'। নিউ নর্ম্যালে সলমন খান যে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন, তা বলাই বাহুল্য।