scorecardresearch

‘ভারতে একটু সমস্যা আছে ‘, সলমনের মন্তব্যে শোরগোল, দেশীয় ‘সুরক্ষার’ পাঠ পড়ালেন কঙ্গনা!

সলমনকে উচিত কথা বলেই চুপ করালেন কঙ্গনা?

kangana ranaut, salman khan, narendra modi, amit shah, security, death threats, y+ category security, mumbai police, ganga aarti, kedarnath dham, threat call, arrest, dhakad ram, lawrence bishnoi gang, bollywood, bollywood news update, tollywood news update, tolly world, salman khan update news
সলমনের মন্তব্যে শোরগোল

ভারতের ভিতরেই যত সমস্যা? সলমনের নয়া মন্তব্যে শোরগোল। শেষ কিছুদিন নিজের বক্তব্যের খাতিরে শিরোনামে রয়েছেন ভাইজান। শুধু তাই নয়, তাঁকে নিয়ে হচ্ছে চর্চাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন…

দুবাইতে সুরক্ষিত রয়েছেন তিনি। ভারতের ভিতরেই রয়েছে যত সমস্যা। লাগাতার খুনের হুমকি, ভাইজানের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে Y+ সিকিওরিটি। চারিপাশে বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের দেখে মাঝেমাঝে নিজেও আতঙ্কে ভোগেন তিনি। দেশের মধ্যে এদিক ওদিক বেরোনো বারণ তার। পুলিশি তৎপরতা সবসময় তাঁর বাড়ির ধারেকাছে। তবে, ভারতের ভিতরে সমস্যা এই কথা শোনার পরেই ফের সরব কঙ্গনা।

আরও পড়ুন [ লাখ টাকার নিচে জ্যাকেট নেই! ‘মাল বেচতে জানেন?’ শাহরুখ পুত্র আরিয়ানের ব্র্যান্ডকে তুলোধোনা ]

থ্রেট, প্রাণনাশের হুমকি তিনিও কম পান নি। তাঁর অফিস থেকে বাড়ি সর্বত্রই একদিন পুলিশি পাহারায় ছিল। তিনিও পেয়েছিলেন সুরক্ষা। কেন্দ্রীয় সহায়তায় নিরাপত্তার অধীনে ছিলেন তিনি। তাই তো, বললেন… আমরা অভিনেতা। সলমন কেন্দ্রের তরফে নিরাপত্তা পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে সুরক্ষা পাচ্ছেন। সেখানে ভয় পাওয়ার কিছু নেই। আমিও যখন হুমকি পেয়েছি, কেন্দ্রীয় সরকারের তরফে সুরক্ষা পেয়েছিলাম। দেশ এখন সুরক্ষিত হাতে রয়েছে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই।

গতকালই হরিদ্বার গিয়েছেন কঙ্গনা। সেখান থেকে যাবেন কেদারনাথ। গঙ্গা আরতি করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, সবসময়ই মহাদেবের কাছে যেতে চেয়েছিলেন, এবার সম্ভব হচ্ছে। উল্লেখ্য, লরেন্স বিষ্ণই এর তরফে ক্রমশই প্রাণনাশের হুমকি পাচ্ছেন ভাইজান। অভিনেতার কথায়, এখন সাইকেল চালানো বন্ধ হয়ে গেছে। যেখানে যাও সেখানেই এত্ত টাইট সিকিওরিটি। ওষ্ঠাগত প্রাণ ভাইজানের।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman said there is problem in india uae is safe kangana ranaut reacted