scorecardresearch

৪৫ দিন টানা শুটিং, সলমনের ‘টাইগার থ্রি’তে শাহরুখের ক্যামিও, যশরাজের প্ল্যানিং ফাঁস!

কোথায় কোথায় শুটিং হবে? আদিত্য চোপড়ার সিক্রেট ফাঁস!

shah rukh khan, salman khan, tiger 3, special appearance, massive set, action scene, yrf, maneesh sharma, pathaan, high intensity action, adrenaline pumping sequences, emraan hashmi, katrina kaif, diwali release, bollywood, hindi film industry
সলমন-শাহরুখ ফের একসঙ্গে!

পাঠানকে ভাইজান সাহায্য করেছিলেন বলে কথা, এখন সেই ঋণ তো ফেরাতেই হবে। সলমনের ‘টাইগার থ্রিতে শাহরুখের ক্যমিও – একথা কারওর অজানা নয়। তবে এই ক্যামিও হতে চলেছে ভারতীয় সিনেমার এক মাইলস্টোন! সেই তথ্যই এখন প্রকাশ্যে।

‘পাঠান’ ছবিতে সলমনের এন্ট্রি দেখেই নেচে উঠেছিলেন ভক্তরা। শুধু তাই নয়, টানা ১০ মিনিট স্ক্রিনে তাণ্ডব চালিয়ে গেলেন শাহরুখ আর সলমন। সেই অ্যাকশন দৃশ্যে তাক লাগিয়েছেন দুজনেই। এবার তারও ডবল ডোজ হতে চলেছে টাইগার থ্রিতে। ৪৫ দিন টানা শুটিং করবেন দুই খান! ফাঁস যশরাজের নতুন পরিকল্পনা!

আরও পড়ুন [ সোনু নিগমের বাড়ি থেকে ৭২ লক্ষ টাকা চুরি! গ্রেফতার ড্রাইভার ]

সূত্রের খবর, বিরাট কিছু প্ল্যান করে ফেলেছেন আদিত্য চোপড়া এবং পরিচালক মণীশ শর্মা। গোটা সিনেমার ক্ষেত্রে এটাই হতে চলেছে এক বিরাট সারপ্রাইজ। ৪৫ দিন শুটিংয়ের জন্য এক ঝা চকচকে সেট তৈরি হবে। মাথা খারাপ করা অ্যাকশন দেখা যাবে এই সিনেমায়। একেই দুই খান আবার একসঙ্গে, তাঁর সঙ্গে এমন ধুয়াধার অ্যাকশন, দর্শকদের পয়সা উসুল হবে বলেই জানিয়েছে সূত্র। শাহরুখের এবার কথা রাখার পালা। মানুষ যে দর্শকাসন থেকে লাফিয়ে উঠবেন এই বিষয়টি পরিষ্কার।

যখন টাইগারের প্রয়োজন পড়বে তখন পাঠান আসবে তো? এরপরেই দর্শকরা বুঝতে পেরেছিলেন শাহরুখকেও দেখা যাবে ‘টাইগার থ্রি’তে। এপ্রিলেই শুরু হবে শুটিং। মুম্বাইয়ে শুট করবেন প্রায় ৭ দিন। এই ছবিতে আবার একসঙ্গে দেখা যেতে চলেছে সলমন এবং ক্যাটরিনাকে। এখন কানাঘুষো খবর, পাঠান ও টাইগারকে নিয়ে নাকি বিরাট কিছু প্ল্যানিং করছেন আদিত্য চোপড়া! সেই অপেক্ষাতেই বসে আছেন সকলে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman tiger three shahrukh cameo plot twist shooting happen on a massive set