Samantha Ruth Prabhu: ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে বিয়ে করে সংসার করছেন নাগা চৈতন্য। আর এদিকে তো একপ্রকার শয্যাশায়ী নাগার প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন স্যাম। দক্ষিণী সুন্দরী জানিয়েছেন তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। যার দরুণ অস্থিসন্ধিতে মারাত্মক ব্যথা।
সিটাডেল: হানি বানি স্টার সামান্থা হেলথ আপডেটে জানিয়েছেন বেশ কয়েকদিন কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে রেড লাইট থেরাপির একটি পোস্ট শেয়ার করেছেন। অস্থিসন্ধির যন্ত্রণা থেকে আরাম পেতে এই থেরাপির সাহায্য নিচ্ছেন সামান্থা।
সাদা টি-শার্ট পরে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'এই মুহূর্তে আমার শরীরের অস্থিসন্ধিগুলো একদম ভাল নেই। ওগুলোকে ঠিক করতে হবে। সেই জন্য রেড লাইট থেরাপি করাচ্ছি'।
শরীর খারাপ থাকলেও মনের জোর প্রবল। অসুস্থতাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই জিমে গিয়ে শরীরচর্চা করেছেন। কয়েকদিন আগেও সামান্থা একটি পোস্টে বলেছিলেন, তিনি কোনওভাবেই জিম থেকে দূরে থাকতে থাকতে পারেন না। তাই শরীরচর্চা নিয়মিত করেন।
অস্থিসন্ধিতে ব্যথা সত্ত্বেও নিয়মিত জিমে গিয়েছেন। সেখান থেকে একটি ছবি শেয়ার করে সামান্থা লিখেছিলেন, চিকুনগুনিয়া থেকে সেরে উঠছি। কিন্তু, অস্থিসন্ধিতে ব্যথা আছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সামান্থা রুথ প্রভু। জীবনের ভাল-খারাপ সবটাই সকলের সঙ্গে ভাগ করে নেন। ২০২২-এর সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়েন সামান্থা রুথ প্রভু।
প্রথমে জানা গিয়েছিল চর্মরোগ সারাতে আমেরিকায় গিয়েছেন ও আন্তাভা গার্ল। পরে প্রকাশ্যে সত্যিটা। Myositis রোগে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির 'সেরা' নায়িকা। চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। তাঁর ঝুলিতে রয়েছে দুটি ছবি Rakt Brahmand ও Bangaram।