/indian-express-bangla/media/media_files/2024/12/05/k03N3w5F36eo0HD0rBfu.jpg)
সেলিব্রেশন মুডে সামান্থা!
Samantha Ruth Prabhu New Post : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ৪ ডিসেম্বর। তেলুগু রীতি মেনে চার হাত এক হয়েছে দক্ষিণী তারকা জুটি নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার। অগাস্টেই বাগদান সেরেছিলেন সেলেব দম্পতি। সম্পর্কের কথা একপ্রকার গোপনই রেখেছিলেন নাগা-শোভিতা। তবে সম্পর্ক নিয়ে একটা চর্চা অনেকদিন ধরেই চলছিল। সেই চর্চার মাঝেই যুগলের ছবি পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। বুধে যখন মিস টু মিসেস হলেন শোভিতা, তখন সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন নাগার প্রাক্তন স্ত্রী সামান্থা?
নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালাকে নিয়ে কখনই কোনও মত প্রকাশ করেননি সামান্থা। তবে অতীতে বেশ কিছু সাক্ষাৎকারে সামান্থা প্রাক্তন স্বামীকে খোঁচা মেরে যে কথা বলেছিলেন তা বুঝতে কারও অসুবিধা হয়নি। ৪ ডিসেম্বর যখন নাগা-শোভিতার বিয়ের ছবি শেয়ার করে আশীর্বাদ করছেন নাগার্জুন তখন সামান্থাও রয়েছেন সেলিব্রেশন মুডে। ইনস্টা স্টোরিতে সেই রকমই একটি ছবি পোস্ট করলেন দক্ষিণী সুন্দরী।
সামান্থা রুথ প্রভুর লেটেস্ট প্রজেক্ট সিটাডেল হানি বানি। গত ৬ নভেম্বর মুক্তি পেয়েছে স্যামের এই সিরিজটি। দর্শকের দরবারে এই সিরিজটি খুবই প্রশংসিত। কাস্ট অ্যান্ড ক্রু-র সঙ্গে ছবি পোস্ট করে সামান্থা লিখলেন, 'কী দারুণ কাজ, অসাধারণ জার্নি'।
Watching Sobhita and Chay begin this beautiful chapter together has been a special and emotional moment for me. 🌸💫 Congratulations to my beloved Chay, and welcome to the family dear Sobhita—you’ve already brought so much happiness into our lives. 💐
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) December 4, 2024
This celebration holds… pic.twitter.com/oBy83Q9qNm
নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর 'সিঙ্গল'-ই রয়েছেন স্যাম। ২০১৭-এর ৬ অক্টোবর নাগা চৈতন্যের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন সামান্থা। ২০২১-এ সামান্থার সঙ্গে ডিভোর্স হয় নাগার। তিনবছর পর শোভিতার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী অভিনেতা।
আরও পড়ুন: শোভিতা সাজছেন সোনার কাঞ্জিভরমে, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে নাগা চৈতন্য, তারকা সমাগমও দেখার মতো...