Samantha At siddhivinayak And Auto Ride: নতুন সিনেমা, দুর্ধর্ষ অভিনয়ের ভুয়োশি প্রশংসা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর রিলের চেয়ে বেশি সামান্থার রিয়েল লাইফ নিয়ে যেন ভক্তদের উন্মাদনা বেশি। সোশ্যাল মিডিয়াতেও সামান্থা বেশ সক্রিয়।
হাসি-আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। বিলাসবহুল গাড়ি থেকে মুম্বইয়ের অটোতে চেপে ঘোরার মুহূর্তও ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন স্যাম। অর্জুন কাপুর ও রকুল প্রীত সিংয়ের আগামী ছবি 'Banger'-এর গান 'Mumbai Gori Hai Kalaiyaan'-এর গান শুনতে শুনতে অটো চড়ছেন সামান্থা। রকুলপ্রীতকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, 'Banger Song'।
/indian-express-bangla/media/post_attachments/79af147c-639.jpg)
শর্টের সঙ্গে ক্যাজুয়াল টপ আর মুখে মাস্ক বেঁধে সামান্থার অটো সওয়ারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সিটাডেল স্টার সামান্থা মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক দর্শনেও গিয়েছিলেন। মায়া নগরীতে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্যাম। মন্দির দর্শন থেকে সাজগোজ, প্রিয় খাবার আর জুসের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
টিনসেল টাউনের কানাঘুষো, সামান্থার জীবনে বইছে নতুন প্রেমের বসন্ত। প্রযোজক রাজ নিদিমরেুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। পিকলবল ইভেন্টে রাজের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে পোজ দিয়েছেন সামান্থা। সেখান থেকেই প্রেমচর্চার সূত্রপাত। প্রযোজকের হাত ধরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আরও জোড়াল হয় সামান্থার প্রেমের গুঞ্জন। যদিও এই বিষয়ে স্যাম বা রাজ কেউই মুখ খোলেননি।
কয়েকদিন আগে বেশ অসুস্থ ছিলেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর নিজেই জানিয়েছিলেন স্যাম। দক্ষিণী সুন্দরী জানান, তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। যার দরুণ অস্থিসন্ধিতে মারাত্মক ব্যথা। সিটাডেল: হানি বানি স্টার সামান্থা হেলথ আপডেটে জানিয়ে লিখেছিলেন, 'এই মুহূর্তে আমার শরীরের অস্থিসন্ধিগুলো একদম ভাল নেই। ওগুলোকে ঠিক করতে হবে। সেই জন্য রেড লাইট থেরাপি করাচ্ছি'।
শরীর খারাপ থাকলেও মনের জোর কিন্তু, প্রবল। অসুস্থতাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই জিমে গিয়ে শরীরচর্চা করেছেন সামান্থা। ২০২২-এর সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। Myositis রোগে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির 'সেরা' নায়িকা সামান্থা রুথ প্রভু।