Aditi Sharma-Samarthya Gupta: চার বছর অভিনীত কৌশিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা। ২০২৪-এ গোপনে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু, চার বছরের ভালবাসা মাত্র চার মাসেই ফুরুৎ! স্বামী-স্ত্রীর বেডরুমের কেচ্ছা এখন পেজ ৩-এর হট কেক। সম্পর্ক যখন তলানিতে এসে এসে ঠেকেছে তখন অদিতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনীত। তাঁর অভিযোগ, সহ অভিনেতা সমর্থ গুপ্তার সঙ্গে অদিতি পরকীয়ায় জড়িয়েছেন। শোয়ের প্রযোজকও তাঁদের সম্পর্কের বিষয়ে ওয়াকিবহাল বলে দাবি অভিনীতের। সেই জন্যই একপ্রকার জোর করে ডিভোর্সের জন্য তাঁকে চাপ দিচ্ছেন। খোরপোষবাবদ ২৫ লাখ টাকা দাবি করেছেন অদিতি। গোপনে বিয়ের পরিকল্পনাও অদিতির ছিল বলে অভিযোগ করেছেন অভিনীত। ছয় মাসে আগে তাঁরা পাঁচটি বেডরুমের একটি ফ্ল্যাটও ভাড়া নিয়েছিলেন।
/indian-express-bangla/media/post_attachments/8b75f62c-dbd.jpg)
অভিনীতের আইনজীবী জানিয়েছেন, অদিতি ও তাঁর পরিবার খোরপোশ বাবদ ২৫ টাকা দাবি করেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় অদিতির বাবা অভিনীতকে নাকি সপাটে চড় মারেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। হাতাহাতির সময় অদিতি চোটও পান। ধারাবাহিকের সহ অভিনেতা সমর্থের নাম জড়াতেই মুখ খুলেছেন তিনি। সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে অদিতির সঙ্গে সম্পর্কের অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন অভিনীত। সেই সঙ্গে আরও বলেছন, তাঁর বাবা অসুস্থ। এই ধরনের খবর পরিবারের উপর প্রভাব ফেলে। তিনি দেশের বাইরে ছিলেন। ফিরে এসে মায়ের কাছে থেকে এসব শুনে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে সমর্থের।
জুমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি বাড়ি ফিরে মায়ের কাছে সবটা শুনেছি। আমার বাবা দু'বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এই ধরনের খবর ওঁর মানসিক চাপ বৃদ্ধি করছে। যার ফলে আমার পুরো পরিবার খুবই চিন্তিত। আমার সঙ্গে অদিতির পরকীয়ার সম্পর্কের বিষয়টা শুনে ভীষণ বিরক্ত হয়েছি। আমি এগুলো নিয়ে ভাবি নায কিন্তু, যখন সেখানে পরিবার জড়িয়ে যায় তখনই সমস্যার সৃষ্টি হয়। অভিনীত কোনওদিনই আমাদের ধরেননি, যেমনটা উনি দাবি করছেন। আমরা একসঙ্গে কাজ করি। দর্শক আমাদের অন স্ক্রিন কেমেস্ট্রি দেখে।'
এই প্রসঙ্গে সমর্থের সংযোজন, 'আমরা ভাল বন্ধু ছিলাম আর থাকব। দিনের বেশিরভাগ সময় আমরা সকলে একসঙ্গে কাজ করি। শুটিং সেট আমাদের পরিবারের মতো। অদিতি প্রায়ই ফ্লোরে এসে কাঁদত। ওঁর স্বামী আঘাত করত সেগুলো আমদের বলেছিল। যাঁর সঙ্গে কাজ করছি তাঁর কোনও সমস্যা হলে জিজ্ঞেস করাটা খুব স্বাভাবিক ব্যাপার। অভিনীত তো একবার আমার মেক-আপ রুমে বিনা অনুমতিতে প্রবেশ করেও আমাদের সম্পর্কে মিথ্যা অভিযোগ এনেছিলেন। অদিতির সকল সহ অভিনেতাদের নিয়েই ওঁর সমস্যা ছিল।'