Advertisment

Amitabh-Rekha: কেবিসি ১৬-র মঞ্চে রেখাকে নিয়ে অমিতাভের সঙ্গে দুষ্টুমি, কমেডিয়ান সময় রায়নার ভিডিও ঘিরে চর্চা

KBC16 Host Amitabh: কেবিসি ১৬-এর মঞ্চে রেখাকে নিয়ে অমিতাভের সঙ্গে দুষ্টুমি। কমেডিয়ান সময় রায়নার ভিডিও ঘিরে তুমুল চর্চা। অনেকের মতে এটি AI দ্বারা নির্মিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কেবিসি ১৬-র মঞ্চে রেখাকে নিয়ে অমিতাভের সঙ্গে দুষ্টুমি কমেডিয়ান সময় রায়নার

রেখাকে নিয়ে অমিতাভের সঙ্গে দুষ্টুমি কমেডিয়ান সময় রায়নার

Amitabh Bachchan-Samay Raina: অমিতাভ বচ্চনের সঞ্চলনায় কৌন বনেগা ক্রোড়পতি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো। বিগ বি-র সঙ্গে হট সিটে বসার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু, অডিশনের মাধ্যমে সেই সুযোগ আসে মুষ্টিমেয় কয়েকজনের কাছে। সেই তালিকায় রয়েছেন কমেডিয়ান সময় রায়না ও তন্ময় ভাট। বিগ বি-র ব্যারিটোন ভয়েজ আর ব্যক্তিত্বে ভক্তরা যেন ছ্যাঁকা খায়।

Advertisment

কিন্তু, কেবিসি-র মঞ্চে বা কোনও ইভেন্টে বারবার প্রমাণ করে দেন তিনি একজন মজার মানুষ। প্রাণ খুলে হাসতে জানেন। কেবিসি ১৬-এর মঞ্চে আরও এবাকবার মিলল সেই প্রমাণ। কমেডিয়ান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সময় রায়না রেখা নিয়ে অমিতাভের সঙ্গে 'দুষ্টুমি' করতেই  একেবারে হেসে কুটোপুটি।

Advertisment

কেবিসি ১৬-এর শেষ পর্বে সময় আর অমিতাভের হাসি-মজা-খুনসুটি দারুণ উপভোগ করেছে দর্শক। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যেখানে কমেডিয়ান সময় রায়না অমিতাভের সঙ্গে রেখা নিয়ে মজা করছেন। তার আগে অবশ্য বলিউডের শাহেনশার থেকে অনুমতি নিয়ে নিয়েছেন। অমিতাভ সঙ্গে সঙ্গে সময়কে মজা করার পূর্ণ স্বাধীনতা দিয়ে দেন।

বিগ বিকে একটি মজার জোক শোনান সময়। 'বলুন তো আপনার আর বৃত্ত (সার্কেল)-এর মধ্যে কী সাদৃশ্য?' অমিতাভ বলেন, 'কী'। সময় মজার ছলে বেশ সিরিয়াস মুখ করে বলেন, 'আপনাদের দুজনের কাছেই রেখা নেই।' বিন্দুমাত্র বিচলিত না হয়ে অমিতাভ তো হেসে একেবারে লুটোপুটি। তবে এই ভিডিও দেখে অনেকের অনুমান, AI পদ্ধতির মাধ্যমে এই ভিডিও বানানো হয়েছে।

সময়ের কণ্ঠ কৃত্তিমভাবে তৈরি। অমিতাভের 'সূর্যবংশম' সিনেমা নিয়ে যখন মজা করেছেন সময় রায়না। সেই ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল। অমিতাভের সঙ্গে মজা করে বলেছিলেন, 'আপনার অভিনীত আমরা দেখা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সিনেমা সূর্যবংশম। কারন টেলিভিশনে এটা ছাড়া আর কোনও সিনেমা দেয় না।'  

সেই এপিসোডে শাহেনশা সিনেমার সেই ফেমাস সংলাপও বলছিলেন অমিতাভ। 'রিস্তে মে হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, বলার সঙ্গে সঙ্গেই সুযোগ বুঝে সময় বলেন, 'আপনি তো আমাকে নিজের সন্তান বানিয়ে ফেললেন, আপনার সম্পত্তির ভাগ দেবেন?' কমেডিয়ান সময়ের কথায় হাসি যেন কিছুতেই থামছে না বলিউডের শাহেনশার। 

amitabh bachchan bollywood movie reality show Bollywood Actor KBC 16 Samay raina
Advertisment