Samay Raina: 'সময়টাই খারাপ যাচ্ছে...', প্রকাশ্য স্টেজেও সাবধানী সময়, টেনে আনলেন রণবীর প্রসঙ্গও...

Samay Raina Backlash: বেশিরভাগ এমন মন্তব্য করছেন যে সময়ের এখন সময়টাই খারাপ যাচ্ছে। এবং সেই সোশ্যাল মিডিয়া সেনসেশন সেটাই বিশ্বাস করে নিয়েছেন। তিনি কানাডায় শো করতে গিয়ে জানিয়েছেন…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
samay raina news, internet backlash

Samay Raina: কী বললেন সময় সেই ঘটনার পর? Photograph: (Instagram)

 ডাউনফল বোধহয় এমনই হয়। শুধু তাই নয়, সময় যে কত কিছু দেখাতে পারে মানুষকে, এই মুহূর্তে বোধহয় সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়া হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একটি শো, এবং একটি এপিসোডের মন্তব্য যেভাবে তাঁদের সোশ্যাল মিডিয়া সেনসেশনের জায়গায় মানুষের রোষানলে ফেলে দিয়েছে...

Advertisment

সময় রায়নার একটি শোয়ে রণবীর গিয়ে বাবা মায়ের যৌন মিলন মন্তব্য করতেই সব যেন ওলট পালট। ইউটিউবের এই দুই কারিগরকে, মানুষ যে ধরনের কটাক্ষ এবং সমালোচনার মধ্যে ফেলেছেন, তারপর থেকেই জনগণের পাওয়ার বুঝে গিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, রণবীরের এখন পরবর্তীতে নতুন এপিসোড নিয়ে ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গে স্থগিতাদেশ মিলেছে। আর সময়? আগে থেকেই নির্ধারিত কানাডার শোয়ে গিয়ে, যা বললেন ...

বেশিরভাগ এমন মন্তব্য করছেন যে সময়ের এখন সময়টাই খারাপ যাচ্ছে। এবং সেই সোশ্যাল মিডিয়া সেনসেশন সেটাই বিশ্বাস করে নিয়েছেন। তিনি কানাডায় শো করতে গিয়ে জানিয়েছেন... আমার হয়তো সময়টাই খারাপ যাচ্ছে। কিন্তু, বন্ধুরা ভুলে যেও না। আমিই কিন্তু সময়। এর থেকেই তিনি এও জানিয়ে দিলেন, পরিস্থিতি মোকাবিলা করা তাঁর কাছে খুব সহজ। তাঁর নামের মতোই সবকিছু সামলে নেওয়ার ক্ষমতা তাঁর আছে। এখানেই শেষ না। তিনি নিজের শব্দ প্রয়োগের ক্ষেত্রে টেনে আনলেন রণবীরের প্রসঙ্গ। কীভাবে মুখ খুলে তিনি বিপদে পড়েছেন, এমনটাই সতর্ক করলেন তিনি।

কমেডিয়ানকে বলতে শোনা গেল, "আপনারা হয়তো ভাবছেন যে শো চলাকালীন আমি বেশ কিছু মজাদার কথাবার্তা বলব। কিন্তু না, সেটা যখনই ভাববেন, এটাও মাথায় রাখবেন যে বিয়ার বাইসেপ্স এর সঙ্গে কী হয়েছিল।" এটুকু বলার পরেই তিনি থেমে যান। একথা অনেকেই জানেন, যে সময়ের সমস্ত এপিসোড গুলোই ডিলিট করানো হয়েছে। ফলে বর্তমানে যে বেশিরভাগ ইউটিউবের দুনিয়ায় অনেকেই নিজেদের মুখ সামলে রেখেছেন সেকথা বলাই যায়।

Advertisment

উল্লেখ্য, রণবীরের বাবা মা তুলে মন্তব্য, ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, তারকাদের অনেকেই রেগে আগুন তাঁর এই মন্তব্যের পর।

Samay raina Ranveer Allahbadia