তোলাবাজির অভিযোগে অবশেষে আরিয়ান খান মাদক কাণ্ডের তদন্ত থেকে সরানো হল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়েকে। গত এক মাস ধরে রাজনৈতিক চাপানউতোর তাঁকে ঘিরে। শেষ পর্যন্ত চাপের মুখে তদন্তভার থেকে অব্যাহতি চেয়েছেন সমীর ওয়াংখেড়ে, এমনটাই এনসিবি সূত্রে খবর।
জানা গিয়েছে, আরিয়ানের মামলা-সহ মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাইয়ের মামলা, অভিনেতা আরমান কোহলি মাদক মামলা-সহ পাঁচটি কেসের তদন্তভার ওয়াংখেড়ের কাছে থেকে নিয়ে দিল্লিতে এনসিবির কেন্দ্রীয় শাখাকে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত এক মাস ধরে তাঁকে ঘিরে যেভাবে দোষারোপ, অভিযোগের পাহাড় জমছিল তাতে অস্বস্তির মধ্যে পড়েন ওয়াংখেড়ে।
ওয়াংখেড়ের বিরুদ্ধে এই মামলার অন্যতম একজন সাক্ষী প্রভাকর সায়েল ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। মন্ত্রী নবাব মালিক তোলাবাজির, ধর্ম লুকিয়ে চাকরি পাওয়ার মতো গুরুতর অভিযোগ তোলেন ওয়াংখেড়ের বিরুদ্ধে। ২৫ কোটি টাকা ঘুষের বিনিময়ে আরিয়ানকে ছেড়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে এনসিবি আধিকারিকের বিরুদ্ধে।
আরও পড়ুন NCB’র দপ্তরে সাপ্তাহিক হাজিরা দিতে পৌঁছলেন আরিয়ান খান
এত চাপানউতোরের জেরে ওয়াংখেড়ে নিজেই নাকি মামলার তদন্তভার থেকে অব্যাহতি চান। তাঁর বিরুদ্ধে ঘুষের অভিযোগে ভিজিল্যান্স তদন্ত চালাচ্ছে এনসিবি। গত মাসে মহারাষ্ট্র সরকার বম্বে হাইকোর্টে জানায়, ওয়াংখেড়েকে তারা গ্রেফতার করবে না আগে নোটিস না দিয়ে। তিন দিন আগে নোটিস দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণের সুযোগ দেওয়ার কথা বলে মহারাষ্ট্র সরকার। হাইকোর্টও ওয়াংখেড়েকে রক্ষাকবচ দেয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন