YRKKH Actress Samridhii Shukla Injured: শুটিং সেটে দুর্ঘটনার খবর প্রায়ই শোনা যায়। এবার ইয়ে রিস্তা ক্যায়া কেহলতা হ্যায়-এর সেটে বিপদের সম্মুখীন মেগার কেন্দ্রীয় চরিত্র সমৃদ্ধি শুক্লা। রান্নার দৃশ্যের শুটিং করতে গিয়ে হাত পুড়ে যায় অভিনেত্রীর। গরম তেলে কচুরী ছাড়তে গিয়েই ঘটেছে বিপদ। ধারাবাহিকে সমৃদ্ধির চরিত্রের নাম অভিরা। রিল লাইফ পার্টনার আরমানের সঙ্গে প্রথম দেখার বর্ষপূর্তি পালনের জন্য পছন্দের খাবার রান্না করার দৃশ্যের শুটিং চলছিল। সেই সময়ই গরম তেল হাতে ছিটকে আসে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তেলল ছিটকে আসতেই সেখান থেকে সরে যান সমৃদ্ধি। প্রোডাকশন টিমেরল সকলে সমৃদ্ধির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
এই ঘটনায় খানিকটা ভয় পেয়ে যান অভিনেত্রী। সমৃদ্ধি বলেন, 'হ্যাঁ, আমার সঙ্গে এটা ঘটেছে। গরম তেলে এভাবে কিছু রান্না করার অভ্যেস আমার নেই। আমি ছোট থেকেই রুপোর চামচ মুখে নিয়ে বড় হয়েছি। মা-বাবা আমাকে দিয়ে কখনও কিছু করায়নি। সেই জন্যই এই অঘটনটা ঘটে গেল। তবে এখন ঠিক আছে। রান্নার বিষয়ে আমার অভিজ্ঞতা একদম নেই বললেই চলে। কিন্তু, শুটিং সেটে রান্নার এই অভিজ্ঞতা আমাকে নতুন একটা পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করাল।'
ইয়ে রিস্তা ক্যায়া কেহলতা হ্যায় দর্শকের অত্যন্ত পছন্দের একটি শো। আর এই সিরিয়ালের দুই মুখ্য চরিত্র সমৃদ্ধি ও রোহিতের জুটি তো মেগার দর্শক দারুণ উপভোগ করে। তাই সকলের প্রিয় সমৃদ্ধির হাত পুড়ে যাওয়ার খবরে তাঁকে সন্ত্বনা দিয়েছেন অনুরাগীরা। ভক্তদের ভালবাসায় আপ্লুত সমৃদ্ধি। প্রোডাকশন টিমের সদস্যরা তাঁকে যেভাবে সাহায্য করেছেন ও অনুরাগীদের আরোগ্য কামনায় সকলের প্রতি কৃতজ্ঞ অভিনেত্রী। খুবল শীঘ্রই কাজে ফিরবেন বলে আশাবাদী সমৃদ্ধি শুক্লা। ভক্তরাও তাঁকে পর্দায় দেখতে উদগ্রীব। প্রসঙ্গত, সেলিব্রিটি মাস্টারশেফ-এর সিজন ২-এ বশ কিছু প্রতিযোগী রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন।