scorecardresearch

অন্তঃসত্ত্বা সানাকে প্রকাশ্যে টানা-হেঁচড়া আনাস সৈয়দের! রোষানলে তারকার মৌলবী স্বামী

স্বামীকে বাঁচাতে সাফাই গাইলেন সানা!

sana khan, sana khan pregnancy, sana khan bollywood, sana khan mecca
অন্তঃসত্বা সানা খান

অন্তঃসত্বা সানা খান। কিছুদিনের মাঝেই আসতে চলেছে নতুন অতিথি। তাঁর আগেই ঈদ উপলক্ষে পৌঁছেছিলেন বাবা সিদ্দিকির ইফতার ব্যাশে। সেখানেই নাকি তাঁর স্বামী টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলেন তাঁকে? ভিডিও ভাইরাল হতেই শোরগোল!

একেই প্রচণ্ড গরম। তার ওপর সবসময় বোরখা পরে থাকেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামীকে আসতে হাঁটতে বলছেন সানা। কিন্তু তাঁর স্বামীর থামার নাম নেই। বরং, সে হাত টেনে নিয়ে যাচ্ছে সানাকে। এদিকে, গর্ভাবস্থায় তারও চলার জো নেই! গরমে বেজায় কষ্ট হচ্ছে তার। সোজা ডাক দিলেন তাঁর স্বামীকে। হাঁপিয়ে গেছেন সানা!

এদিকে, এই ভিডিও ভাইরাল হতেই রেগে অভিনয় দর্শকরা। তাঁদের কথায়, আপনারই তো স্ত্রী! একটু দেখে শুনে চলুন। আবার কেউ বললেন, এই অবস্থায় এত তাড়াতাড়ি টানা হ্যাঁচড়ার কী আছে? আবার কারওর কথায়, নিজের স্ত্রীকে রক্ষা করতে পারো না, তো ঈশ্বরের সেবা করে কী করবে? একজন স্বামী এহেন অবস্থায় এই আচরণ করতে পারেন! প্রশ্ন উঠছে অনেক।

কিন্তু সানা নিজেই আসল সত্যি বাৎলে দিলেন? নাকি তিনিও তাঁর স্বামীকে আড়াল করার চেষ্টা করছেন? সানা বললেন, “হঠাৎ করেই এই ভিডিও আমার নজরে এল। আমি জানি, অনেকেই হয়তো ভুল ভাবছেন। আমার কাছের ভাই বোনেরা কী আন্দাজ করছেন আমি জানি না। তবে, এই ঘটনা যেভাবে দেখানো হয়েছে সেটা ভুল। আমরা ড্রাইভারের সঙ্গে কনট্যাক্ট হারিয়ে ফেলেছিলাম। আমায় তাড়াতাড়ি পৌঁছতে হত। গাড়িতে বসে একটু ঠাণ্ডা হাওয়ার প্রয়োজন ছিল। আমিই আমার স্বামীকে বলেছিলাম, যে তাড়াতাড়ি চল। আমরা চাইনি কাউকে বিরক্ত করতে”।

যদিও, সানার এই বক্তব্যে কেউ কেউ সায় দিয়েছেন। আবার কেউ কেউ এমনও বললেন, যে এত তাড়াতাড়ি টানা টানির দরকার নেই। একজন মানুষ এই অবস্থায় দৌড়তে পারবে না, এটাই স্বাভাবিক।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sana khan pulled by her husband in pregnancy