Sana Khan: 'দুষ্কৃতি, জিহাদির জন্ম হয়েছে', স্বামী-সন্তানকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যে জেরবার! মুখ খুললেন সানা খান

Sana Khan Reacts: সানা খানের স্বামী-সন্তানকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সানা। সেই সঙ্গে দশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত।

Sana Khan Reacts: সানা খানের স্বামী-সন্তানকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সানা। সেই সঙ্গে দশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সানা খান, sana khan, actress sana khan, actress sana khan gave birth, sana khan bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

স্বামী-সন্তানকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যে জেরবার!

Sana Khan Slams Trolls: একাধিক কারনে চর্চায় থাকেন এককালীন অভিনেত্রী সানা খান। সম্প্রতি 'ইন্ডিয়া টিভি'-কে দেওয়া  একটি সাক্ষাৎকারে অতীতের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন। কী ভাবে সানার স্বামী ও সন্তানকে সোশ্যাল মিডিয়ায় 'আতঙ্কবাদী', 'জেহাদি' বলে আক্রমণ করা হত। এখনও এই ধরনের আক্রমণাত্মক মন্তব্য ধেয়ে আসে সানার দিকে। তিনি বলেন, 'এখনও এই ধরনের মন্তব্য আমার পোস্টর কমেন্ট বক্সে করা হয়। আমি শুধু আমার কিছু ছবি পোস্ট করি। সেখানেই অযাচিতভাবে বাজে আমাকে, আমার স্বামী-সন্তানের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করা হয়। আমার সন্তানের জন্মের পর তো কেউ লিখেছিলেন, এটা তো একটা দুষ্কৃতি, জিহাদি, কাটা মোল্লার জন্ম হয়েছে। এগুলো কী ধরনের ভাষা? বর্তমান প্রজন্মই এই ধরনের মন্তব্যগুলো করে।'

Advertisment

সানার সংযোজন, 'নবপ্রজন্মের যদি এই ধরনের আচরণ হয় তাহলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? সোশ্যাল মিডিয়ায় একজন পাবলিক ফিগারকে এভাবে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে।' প্রসঙ্গত, সম্ভবনা শেঠের ভ্লগ থেকে সানা খানের একটি ক্লিপিং সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্ভবনার পোশাক নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন। সানা সম্ভবনাকে খোঁচা মেরে বলেছিলেন, 'এটা কী ধরনের পোশাক পরেছ?' সম্ভবনাকে সালোয়ার কামিজ আর ওড়না পরার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, রীতিমতো বোরখা পরার জন্য চাপ সৃষ্টি করেছেন সানা। তাঁর কথায়, 'কেউ সম্ভবনাকে বোরখা পরিয়ে দাও।'

Advertisment

সানার এই মন্তব্য দ্রুত গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্ভবনার পোশাক নিয়ে সানার মন্তব্য মোটেই ভালভাবে নেননি নেটনাগরিকের একংশ। তাঁদের মতে, প্রত্যেকের পোশাক পরার ব্যক্তি স্বাধীনতা আছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় দুভাগে বিভক্ত হয়ছেন। কেউ সানার মন্তব্যকে বন্ধুত্বের খাতিরে পরামর্শ ভাবছেন। কেউ আবার মনে করছেন নিজের ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা। 

hindi serial Sana Khan Hindi Television