Advertisment
Presenting Partner
Desktop GIF

ঈদের পরেই এল সুখবর, মুফতি আনাসের ছেলের মা হলেন সানা খান

সুখবর জানিয়ে অভিনেত্রী লিখলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সানা খান, sana khan, actress sana khan, actress sana khan gave birth, sana khan bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

মা হলেন সানা

অভিনেত্রী সানা খানের বাড়িতে এল সুখবর। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। স্বাগত জানালেন নতুন সদস্যকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই সুখবর।

Advertisment

ঈদের পরে পরেই সুখবর জানালেন তিনি। ছেলে হয়েছে তাঁর। পুত্রসন্তানের আশার কথা জানিয়ে লিখলেন, আল্লাহ আমাদের মনের ইচ্ছে পূরণ করেছেন। যখন তিনি দেন তখন ঝুলি ভর্তি করে দেন। আমাদের খাতে তিনি একজন পুত্রসন্তান রেখেছিলেন। আমাদের সম্পূর্ন করেছেন তিনি। আপনাদের সকলের থেকে আশীর্বাদ চাই।

আপাতত, মা এবং ছেলে দুজনেই ভাল আছেন। খুশি ধরছে না আর তাদের কারওর। সঙ্গে তিনি এও বললেন, আমরা চাই ঈশ্বর আমাদের ছেলের মধ্যে এক নিদারুণ মানুষ হওয়ার সুযোগ করে দেন। নতুন পথ চলা, বেশ উত্তেজিত এবং আবেগপ্রবণ।

উল্লেখ্য, তাঁকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। মানুষ হওয়ার আশির্বাদ দিয়েছেন খুদে সদস্যের উদ্দেশ্যে। প্রসঙ্গত, দিন গুনছিলেন তাঁরা। শুধু তাই নয়, অন্তঃসত্বা থাকাকালীন তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। এখন, নতুন করে বাঁচার পালা।

bollywood Entertainment News
Advertisment