Bigg Boss Winner: বাসা বেঁধেছে রোগ, শারীরিক অবনতির কারণে হাসপাতালে বিগ-বস বিজয়ী, এখন কেমন আছেন অভিনেত্রী?

Bigg Boss Winner Health Issue: অভিনেত্রীর শেষ কিছুদিনে শরীরের অবস্থা মোটেই ভাল নয়। এবং, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে এখন কী অবস্থা তার?

Bigg Boss Winner Health Issue: অভিনেত্রীর শেষ কিছুদিনে শরীরের অবস্থা মোটেই ভাল নয়। এবং, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে এখন কী অবস্থা তার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sana makbool health updates

এখন কেমন আছেন তিনি?

Bigg Boss Winner: শরীর খারাপ নিয়েই হাস্পাতালে ভর্তি হয়েছিলেন বিগ-বস বিজয়ী। তার এমনিতেও শারীরিক সমস্যা আছে। এবং মাঝেমধ্যেই নানা ধরনের রোগ থেকেই তার শরীরে সমস্যা শুরু হয়। তাঁর নিকটবর্তী সূত্র মারফত খবর, কিছু সময়ের জন্য অটোইমিউন জটিলতার শিকার হয়েছিলেন তিনি। পরিস্থিতি হঠাৎ করে গুরুতর হয়ে ওঠে। কিন্তু তারপরও সানা যেভাবে অদম্য ইচ্ছা শক্তি বজায় রেখেছিলেন তাঁকে প্রশংসা করেছিলেন অনেকেই।

Advertisment

নিজের শরীর প্রসঙ্গে এক সময় মুখ খুলে ছিলেন সানা। অটোইমিউন হেপাটাইটিস রয়েছে তাঁর শরীরে। এমনকি শরীরের খাতিরে তিনি নিরামিষাশী পর্যন্ত হয়েছেন। কিন্তু, তারপরেও অভিনেত্রীর শেষ কিছুদিনে  শরীরের অবস্থা মোটেই ভাল নয়। এবং, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে এখন কী অবস্থা তার? অভিনেত্রী হাসপাতালের বিছানায় শুয়েই দিলেন আপডেট। 

সঙ্গে রইল কে? সানা নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, লাবুবু ডল নিয়েই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। এবং সেই পুতুল এখন ভাইরাল। তাই, অনেকেই সেটিকে কিনতে চাইছেন। এবং সানার যখন শরীরের অবস্থা এত খারাপ তখন সেটিকে হাতের মুঠোয় পেয়ে আহ্লাদে আটখানা তিনি। নিজেকে নিয়ে কী বলছেন তিনি? তাঁকে দেখে বোঝা যাচ্ছে আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি।

Advertisment

Bigg Boss Actress Hospitalised: গুরুতর অসুস্থ বিগ বস খ্যাত অভিনেত্রী? তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে...

অভিনেত্রী বলছেন, চারপাশে এত আওয়াজ এবং সে আমাকে আমারফ প্রথম লাবুবু পুতুল কিনে দিয়েছে। যদিও এই সে মানুষটি আসলে কে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। বরং আদৌ তিনি প্রেম করছেন কিনা সেই নিয়ে শুরু হ্যেছে গুঞ্জন। অভিনেত্রী এর আগে বহুবার শিরোনামে এসেছিলেন চর্চিত কিছু মুখের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে। তাই কে তাঁকে এই লাবুবু পুতুল এনে দিয়েছেন, সেটাই প্রশ্ন।

কিন্তু, সবথেকে বড় খবর এহেন গুরুতর অসুস্থ থাকার পরেও হাসছেন তিনি। এবং বলছেন, "আমায় সকলে প্রার্থনার মধ্যে রাখবেন। আমি আগের থেকে অনেক ভাল আছি।"   

bollywood Bigg Boss bollywood actress