Advertisment

ফের শারীরিক অবস্থার অবনতি সন্ধ্যা মুখোপাধ্যায়ের, ICU-তে দেওয়া হল 'গীতশ্রী'কে

কী জানালেন চিকিৎসকরা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sandhya Mukherjee health update, Sandhya Mukherjee, Sandhya Mukherjee in ICU, সন্ধ্যা মুখোপাধ্যায়, করোনায় আক্রান্ত সন্ধ্যআ মুখোপাধ্যায়, গীতশ্রীর শারীরিক পরিস্থিতি, bengali news today

সন্ধ্যা মুখোপাধ্যায়

দিন কয়েক আগেই কোমরের হাড়ে অস্ত্রোপচার হয়েছে। তখন শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়লেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। যার জেরে কোনওরকম ঝুঁকি না নিয়েই নবতিপর শিল্পীকে তড়িঘড়ি দেওয়া হল আইসিইউতে।

Advertisment

এদিন হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, প্রবাদপ্রতীম গায়িকার শারীরিক পরিস্থিতি বেশ উদ্বেগজনক। প্রথমত, পেট ব্যথা। দ্বিতীয়ত, সকাল থেকেই হঠাৎ রক্তচ্চাপ কমা শুরু করে। যার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে। এরপরই কোনওরকম ঝুঁকি না নিয়ে গীতশ্রীকে আইসিইউতে রাখার স্থানান্তরিত করা হয়েছে। তবে ওষুধ দেওয়ার পর রক্তচ্চাপ আপাতত নিয়ন্ত্রণে। ৫ সদস্যে মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। একাংশের বক্তব্য, বার্ধক্যজনিত কারণেই রক্তচ্চাপ কমে গিয়েছিল। আরও বেশ কয়েকদিন আইসিইউতে রাখা হবে গায়িকাকে। তবে সকালের তুলনায় সন্ধেবেলায় খানিকটা সুস্থ বোধ করছেন তিনি।

<আরও পড়ুন: রণবিজয়ের পর নেহা ধুপিয়াও ‘Roadies’ ছাড়লেন, চ্যানেলের সঙ্গে গোলমাল?>

প্রসঙ্গত, করোনামুক্ত হয়েছেন দিন কয়েক আগেই। কোমরে অস্ত্রোপচারের পরই জানা গিয়েছিল যে, গায়িকার ফুসফুস ও হৃদযন্ত্রও আগের তুলনায় ভাল কাজ করছে। হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগেই শৌচালয়ে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড চোট পান তিনি। সেই ব্যথাতে কাবুও ছিলেন। ভেঙে যাওয়া ফিমার বোন ঠিক করতেই শুক্রবার অপারেশন করা হয়েছে। যে অস্ত্রোপচার সফলও হয়েছিল। ডাক্তারদের পরামর্শ মেনেই স্বাভাবিক খাওয়া-দাওয়া করছিলেন তিনি। তবে মঙ্গলবারই আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। গীতশ্রী শারীরিক পরিস্থিতির খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, পদ্মশ্রী-প্রত্যাখ্যান নিয়ে তুলকালাম যখন তুঙ্গে, তার মাঝেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন নবতিপর সন্ধ্যা মুখোপাধ্যায়। গ্রীন করিডোরে করে তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও পরে কোভিড রিপোর্ট পজিটিভ আসায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Entertainment News Sandhya Mukherjee West Bengal News
Advertisment