Advertisment

সুরের আকাশে বিষাদ সন্ধ্যা, বুধে পূর্ণ মর্যাদায় শিল্পীর শেষকৃত্য

থামলো 'গীতশ্রী'র লড়াই। সুরলোকে সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গীত জগতে নক্ষত্রপতন।

author-image
IE Bangla Web Desk
New Update
sandhya mukherjees last rites will be performed on Wednesday

প্রয়াত 'গীতশ্রী'

থামলো 'গীতশ্রী'র লড়াই। সুরলোকে সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গীত জগতে নক্ষত্রপতন। বুধবার পূর্ণ মর্যাদায় সম্পন্ন হবে শিল্পীর শেষ কৃত্য। জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন- বাংলার সঙ্গীতাকাশে নক্ষত্রপতন, চিরঘুমের দেশে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। জানিছেন 'গীতশ্রী'র চলে যাওয়া তাঁর কাছে 'ব্যক্তিগত ক্ষতি'। সন্ধ্যা মুখোপাধ্যায় সমন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নানা স্মৃতিচারণায় উঠে আসে একাধিক বিষয়। মুখ্যমন্ত্রীর কথায়, 'অমি মনে করি উনি ভারতরত্ন।'

আরও পড়ুন- ‘একটা শতাব্দীর আর কেউ রইলেন না, ভাবতেই পারছি না’, সন্ধ্যার প্রয়াণে শোকস্তব্ধ মমতা

বুধবার পূর্ণ মর্যাদায় প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ কৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্ভব আজ অর্থাৎ মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে গীতশ্রীর দেহ। আগামিকাল বেলা ১২ টায় শিল্পীর দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। শায়িত থাকবে বিকেল ৫টা পর্যন্ত। সেখানেই সঙ্গীত জগতের 'ধ্রুবতারা' সন্ধ্যা মুখোপাধ্যায়কে তাঁর গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তারপরই হবে শেষ যাত্রা। একেবারে শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে চিরবিদায়ে জানানো হবে সকলের প্রিয় শিল্পীকে।

আরও পড়ুন- ‘চম্পা চামেলি গোলাপের বাগে..’ গানের জগতে মাতৃবিয়োগ, গীতশ্রীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে আগামিকাল কর্মসূচি রয়েছে। তা সেরেই কলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

sandhya Mukherjee death Sandhya Mukherjee Sandhya Mukhopadhyay
Advertisment