Sandhya Mukhopadhyay Last Rites Live: গান স্যালুটে চিরবিদায় দেওয়া হল সন্ধ্যা মুখোপাধ্যায়কে। চোখের জল, স্বজন হারানোর বেদনার আর্তি চারপাশে। সেই সঙ্গে বাজছে গীতশ্রীর একের পর এক মন ভোলানো গান। অগণিত ভক্তদের রেখে সুরলোকে চলে গেলেন বাংলা সঙ্গীত দুনিয়ার সরস্বতী সন্ধ্যা মুখোপাধ্যায়। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কিংবদন্তী গায়িকার শেষকৃত্য। কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে শেষ শ্রদ্ধা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে।
রবীন্দ্র সদন থেকে শুরু হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শেষযাত্রায় পা মেলালেন রাজ্যের মন্ত্রী-বিধায়ক, শিল্পী, বিশিষ্টজনরা।
সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন গীতশ্রীর মেয়ের সঙ্গে।
এক্সপ্রেস ফটো- পার্থ পাল

রবীন্দ্র সদনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানালেন।
কলকাতায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে সফরের কর্মসূচি কাটছাঁট করে শহরে ফিরলেন। রবীন্দ্র সদনে যাবেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে।
রবীন্দ্রসদনে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে শ্রীকান্ত আচার্যের সঙ্গে সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেন ও জয়তী। ছবি- শশী ঘোষ

অনুরাগীদের অন্তীম শ্রদ্ধাজ্ঞাপণ। ছবি- শশী ঘোষ

'গীতশ্রী'কে শেষ শ্রদ্ধা প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের। ছবি- শশী ঘোষ

গীতশ্রীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে শিল্পী-বিশিষ্টরা। এলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় শিবাজি চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, সৌমিত্র রায়রা।
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

রবীন্দ্র সদনে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে এলেন সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য।
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

রবীন্দ্র সদনে নিয়ে আসা হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের নশ্বর দেহ। শায়িত থাকবে বিকেল ৫টা পর্যন্ত। সেখানেই সঙ্গীত জগতের ‘ধ্রুবতারা’ সন্ধ্যা মুখোপাধ্যায়কে তাঁর গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য। পিস ওয়ার্ল্ড থেকে কিংবদন্তী শিল্পীর নশ্বর দেহ গেল রাজ্য সঙ্গীত অকাদেমিতে। বেলা ১২টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে।
মঙ্গল সন্ধ্যায় প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীর স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা শতাব্দীর আর কেউ রইলেন না। আমি ভাবতেই পারছি না। খুব খারাপ লাগছে। কোভিড থেকে সেরে ওঠার পরও একদিনে হঠাৎ কী যেন হয়ে গেল…। আমরা ঠিক করেছিলাম ডাঃ ঢালিকে সন্ধ্যাদির চিকিৎসার জন্য পাঠাবো। তখনই খারাপ খবরটা পেলাম।’
উনি আমাদের মা ছিলেন। ওঁর সঙ্গে কথা কম ফোনে গান বেশি হত। এভাবে হারিয়ে ফেলব ভাবতে পারিনি।
বাংলার স্বর্ণযুগের গায়িকা… সন্ধ্যাদির যখন প্রথম গান বেরল তখন আমি খুব ছোট ওগো মোর গীতিময়.. যখনই সন্ধ্যাদির সঙ্গে কোথাও গিয়েছি উনি এই গানটা শুনতে চেয়েছেন আমার কাছ থেকে। এরকম সম্পর্ক ছিল। আমার শ্বশুরবাড়ির সামনেই ওঁর বাড়ি। বিয়ের পর এসে নিজে হাতে গানের ক্যাসেট দিয়ে গেছেন। ওঁর মেয়ের জন্মদিনে গেছিলাম ভেজিটেবল চপ ভেজে দিয়েছেন। সন্ধ্যাদিকে যখন একবার পুরস্কৃত করা হচ্ছিল, উনি আমাকে ডেকে পাঠালেন, বর্ধমানে শুটিং ছেড়েই ওখানে গেলাম। সেই মঞ্চেও গাইতে বললেন আমাকে। উনি কখনও আমার মা, কখনও আমার বন্ধু ছিলেন। আজ গানের জগতে মাতৃবিয়োগ হল।
বম্বেতে গান করতে এসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লতাজির সঙ্গে তখন ওঁর ভাল সম্পর্ক ছিল। দুই গায়িকার খাওয়াদাওয়া নিয়ে আড্ডা হত দেদার। দুই আইকন এভাবে পরপর চলে গেলেন। কিন্তু মানুষকে তো একদিন বিদায় নিতেই হয়। প্রাবসী বাঙালি হয়ে ছোটবেলা থেকেই সন্ধ্যাদির গান শুনেছি। বাংলা থেকে দূরে থেকে বাঙালিয়ানার ছোঁয়া মানেই আমার কাছে ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান।
রাজ্য সঙ্গীত একাডেমিতে দেখা হত সন্ধ্যাদির সঙ্গে। খুব মজার মানুষ ছিলেন। ছোটবেলা থেকে দেখে আসছি দিদিকে। এ তবড় শিল্পী আমাদের মধ্যে আর নেই। আমাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেল। ক্লাসিক্যাল গাইতেন। প্রায়ই আমার সঙ্গ বন্দিশ নিয়ে আলোচনা করতেন। আমাকে জিজ্ঞেস করতেন কীভাবে গাইলি? উনি ক্লাসিক্যাল শিখেও সিনেমায় এত গান গেয়েছেন, এটা খুব কম শিল্পী পারেন। আমার মায়ের মতোই ছিলেন।
উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নশ্বর দেহ।