ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বলিউড থেকে টলিউড বেশিরভাগ তারকাই রয়েছেন সেই দলে। তবে, এবার দর্শকদের রোষানলে অভিনেত্রী সন্দিপ্তা সেন।
Advertisment
ঈদ প্রসঙ্গেই বাকি সকলের মত তিনিও শুভেচ্ছা জানিয়েছিলেন। শুধু লিখেছিলেন এটুকুই, এই ঈদ আপনার জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসুক। এরপরই অভিনেত্রীকে নিয়ে টানা হ্যাঁচড়া। তাঁর ধর্ম এবং শিক্ষা তুলে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। এই ঈদ কোরবানির ঈদ, সেখানে একজন হিন্দু হয়ে কী ভেবে পোস্ট করলেন অভিনেত্রী? নানা কথায় শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রীকে কটাক্ষ করেই তাঁরা বললেন, "যেই গরুর দুধ খায়, তাঁকে কেটে খেলে শান্তি আসবে কী করে?" আবার কেউ বললেন, "আপনি নাকি হিন্দু ধর্মের মানুষ? এইসব উৎসবে শুভেচ্ছা জানান কী করে?" আবার কেউ বললেন, "বাঙালি হিন্দুরা যে নর্দমায় রয়েছে এটি তারই প্রমাণ"। কোরবানির ঈদে অভিনেত্রীর শুভেচ্ছা মোটেই ভাল চোখে দেখেননি তাঁরা।
এখানেই শেষ নয়, কলকাতার হিন্দুদের তুলেও উঠেছে বক্তব্য। শহর অঞ্চলের মানুষরা ভুলে গিয়েছে তাঁদের ধর্ম এবং ঐতিহ্য? গরু কেটে খাওয়ার দলে সমর্থন জুগিয়ে চলেছেন? এক ব্যক্তির বক্তব্য, কলকাতার হিন্দুগুলো একেকটা নর্দমা, ওরাই ধর্ম নিরপেক্ষ হতে গিয়ে এহেন কান্ডকীর্তি করে। আমরা গোমাতার পুজো করি।
কিন্তু, বৈপরীত্য সর্বত্র রয়েছে। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছেন অনেকেই। যদিও, এহেন মন্তব্যে কিছুই যায় আসে না তাঁর। বরং তিনি পোস্টটি ডিলিট করা তো দূর কাউকে জবাব পর্যন্ত দেয়নি।