Advertisment

মালা বদল হল, শাহরুখের গান বাজল, বিয়ে সারলেন সন্দীপ্তা-সৌম্য

একদম সাধারণ সাজে, ভীষণ কাছের মানুষদের সঙ্গে নিয়েই শুভ কাজ করলেন তারা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sandipta soumya got married today

সন্দীপ্তার বিয়ে...

বিয়ের মরশুম, আর তারকারা গাঁটছড়া বাঁধবেন না এও হয়? আজই বিয়ের পিঁড়িতে বসেছেন সন্দীপ্তা এবং সৌম্য। প্রকাশ্যে তাদের প্রথম ভিডিও।

Advertisment

মালাবদল করতে দেখা গেল তাঁকে। পরনে গোলাপী রঙের হালকা বেনারসি। হালকা সাজে দেখা গেল তাঁকে। একে অপরকে দেখে বেজায় খুশি তাঁরা। দম্পতিকে মালা বদল করতে দেখা গেল তাঁকে। একে অপরকে জড়িয়ে ধরে মুহূর্ত উপভোগ করলেন তাঁরা। স্টেজে তখন শুধুই তারা দুই।

অভিনেত্রী, যখন মালা বদল করছেন তখন ব্যকগ্রাউন্ড জুড়ে শুধুই শাহরুখ খান। না, কিং খানের উপস্থিতি না বরং বিখ্যাত DDLJ এর গান বাজছে তখন। ঠিক যেমনটা বলেছিলেন, তেমনটাই সাদামাটা ভাবে বিয়ে করলেন সন্দীপ্তা। আজকের গোধূলী লগ্নে তারা বিয়ে সারলেন।

কাছের মানুষদের উপস্থিতিতে তারা এক হলেন। সামনে ছিকেন বন্ধুবান্ধবদের অনেকেই। মালা বদলের সঙ্গে সঙ্গে, সকলে চিয়ার করলেন। অভিনেত্রী, নিজে কখন বিয়ের ছবি পোস্ট করেন সেটাই দেখার

tollywood Sandipta Sen Entertainment News
Advertisment