scorecardresearch

‘কিচ্ছু হয়নি, ভুয়ো খবর’, বোমা ফেটে গুরুতর আহত হওয়ার খবর নস্যাৎ সঞ্জয় দত্তের

শুটিং সেটের বিস্ফোরণের খবর নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত।

Sanjay Dutt, Sanjay Dutt film, Sanjay Dutt news, KD, Sanjay Dutt KD, bollywood news, সঞ্জয় দত্ত, বলিউডের খবর
সঞ্জয় দত্ত

বুধবারই শোনা গিয়েছিল যে, শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হন সঞ্জয় দত্ত। চোখে-মুখে, কনুইয়ে ভয়ঙ্কর চোট পেয়েছেন তিনি। যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই সঞ্জুবাবাকে নিয়ে বেজায় উদ্বিগ্ন ভক্তরা। তাঁর শারীরিক পরিস্থিতির খবরাখবর জানতে মুখিয়ে ছিলেন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন সঞ্জয় দত্ত খোদ।

সাফ জানালেন, গোটা ঘটনাটাই রটনা। কিচ্ছু হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ। প্রসঙ্গত, বুধবার সংবাদে শিরোনামে আসে যে বেঙ্গালুরুর শহরতলীতে দক্ষিণী সিনেমা ‘কেডি’-র শুটিং চলাকালীন সেটে মারাত্মক বোমা বিস্ফোরণ ঘটে। হাতে, কনুইয়ে চোট পান সঞ্জয়, যার জেরে শুটিং বন্ধ করে দিতে হয়েছে। অভিনেতা সুস্থ হলেই শুরু হবে কাজ। এমন খবর ছড়ানো পর আতঙ্কের আবহে শেষমেশ মুখ খুলতে বাধ্য হন সঞ্জুবাবা।

সকলের জ্ঞাতার্থে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানান, “আমি নাকি আহত হয়েছি, এমন খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে দেখছি। তাই সকলকে আশ্বস্ত করে বলতে চাই যে, এই খবর ভিত্তিহীন। কিচ্ছু হয়নি। ভগবানের দয়ায় আমি একেবারে সুস্থ আছি। শুধু তাই নয়। এর পাশাপাশি সঞ্জয় দত্ত এও জানান যে, ‘কেডি’র শুটে আমাকে অতিরিক্ত যত্নে রাখা হয়েছে। আমার প্রতিটা দৃশ্য শুটিংয়ের সময় সকলে বেশি সতর্ক থাকেন। অতঃপর কোনও চিন্তা। যাঁরা আমার খোঁজ নিলেন কিংবা উদ্বিগ্ন হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ।”

[আরও পড়ুন: ‘তোর খদ্দের কারা?’ রিয়া চক্রবর্তীকে মারাত্মক খোঁচা সুশান্তের দিদির]

উল্লেখ্য, দক্ষিণী ছবি ‘কেডি’র সুবাদেই সর্বভারতীয় স্তরে পদার্পণ করতে চলেছেন সঞ্জুবাবা। কন্নড়ের পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই ছবি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sanjay dutt dismisses the report of getting injured on kd set