/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/san.jpg)
আহত সঞ্জয়
ভয়ঙ্কর বিপদ, শুটিং করতে গিয়েই আহত সঞ্জয় দত্ত। কন্নড় ছবির শুটিংয়ে গুরুতর জখম সঞ্জু বাবা। এখন কেমন আছেন অভিনেতা?
এর আগেও দক্ষিণী ছবিতে তাঁকে দেখা গিয়েছে। তবে, এবার সারা ভারতব্যাপী এক সিনেমায় তাঁকে দেখা যাবে। কন্নড় ছবি কেডির শুটিংয়ের মাঝেই ঘটে গেছে এই ঘটনা। বোম্ব ফেটে জখম তিনি। শুটিং চলাকালীন আচমকাই বোম্ব ফেটে যায়। সূত্রের খবর, হাত পা কনুই সবেতেই চোট পেয়েছেন তিনি। বিস্ফোরণে ত্রস্ত সকলেই। বন্ধ করা হয়েছে শুটিং।
আরও পড়ুন < কৃষ্ণপ্রেমেই এক হল দুই মন? সত্যিই প্রেম করছেন দিব্যোজ্যোতি-সৌমিতৃষা? >
অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। তারমধ্যে এই অবস্থা। শট চলাকালীন ফেটে যায় বোম্ব। বেঙ্গালুরুর কাছে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, পরেই তাতে আহত হয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টান্ট এবং অ্যাকশন মাস্টারের তত্ত্বাবধানেই শুটিং করছিলেন সঞ্জয়। আপাতত বন্ধ রাখা হয়েছে শুটিং। অভিনেতা এখন কেমন আছেন?
এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেতা। প্রাথমিক চিকিৎসার পর তিনি অনেকটাই ভাল রয়েছেন। তবে, সম্পূর্ন সুস্থ না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফিরবেন না বলেই জানা গিয়েছে। অভিনেতার জখম হওয়ার পর থেকেই রীতিমতো আতঙ্কে সকলেই। কেজিএফ ২ ছবিতে তাঁকে দেখা গিয়েছে খলনায়কের ভূমিকায়। এই ছবিতেও তাঁকে খলনায়ক হিসেবেই দেখা যাবে।