/indian-express-bangla/media/media_files/2025/09/01/sanjay-2025-09-01-16-55-32.jpg)
কী বললেন সঞ্জয়...
২০১৮ সালে এক ভক্তের মৃত্যুর পর ১৫০ কোটি টাকার সম্পত্তি তাঁর নামে রেখে যাওয়ার অদ্ভুত ঘটনাটি নিয়ে মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে উপস্থিত হয়ে তিনি জানান, পৃথিবীতে সব ধরণের ভক্ত আছে, আর তাঁদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা, কল্পনার চেয়েও অদ্ভুত। উপস্থাপক কপিল শর্মা যখন এ ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন, সঞ্জয় দত্ত স্বীকার করেন ঘটনাটি সত্যি, তবে তিনি কোনও সম্পত্তি নেননি, কারণ তিনি বৈধ উত্তরাধিকারী নন।
ঘটনাটি স্মরণ করে সঞ্জয় বলেন- “পুলিশ স্টেশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম, আবার কোন ঝামেলায় জড়ালাম! পরে তারা জানাল এটা সুখবর। তারা বলল, এক মহিলা মারা গেছেন এবং তাঁর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে গেছেন। খোঁজ নিয়ে জানলাম, তাঁর দক্ষিণ মুম্বইয়ে একটি ভবন ছিল। মোট সম্পত্তির মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। আমি বললাম, ‘আমি ওই মহিলাকে চিনি না, তবে তিনি হয়তো ভক্ত ছিলেন। কিন্তু এই সম্পত্তির ওপর আমার কোনও অধিকার নেই।’ পরে আমি সম্পত্তিটি তাঁর পরিবারকে ফিরিয়ে দিয়েছি, শর্তসাপেক্ষে যে এটি সঠিকভাবে ব্যবহার করা হবে। সত্যিই, ভক্ত নানা ধরনের হয়।”
এই ঘটনা নিয়ে সঞ্জয় দত্ত আগেও কার্লি টেলস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন। জানা যায়, ২০১৮ সালে নিশা পাতিল নামে এক মহিলা মারা যান এবং মৃত্যুর আগে তিনি তাঁর বিপুল সম্পত্তি অভিনেতার নামে করে যান। পরবর্তীতে তাঁর আইনজীবীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করলে সম্পত্তি তাঁদের কাছেই হস্তান্তর করা হয়। মৃত্যুর আগে তিনি ব্যাংকগুলির সঙ্গেও এই বিষয়ে ব্যবস্থা করে রেখেছিলেন।
বর্তমানে সঞ্জয় দত্তকে দেখা যাচ্ছে এ হর্ষ পরিচালিত বাঘি ৪ ছবিতে খলনায়কের ভূমিকায়। টাইগার শ্রফ অভিনীত এই অ্যাকশন ছবি গত সপ্তাহে মুক্তি পেয়েছে এবং দেশীয় বক্স অফিসে এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা আয় করেছে। এটি সিরিজের আগের তিনটি ছবিকেও ছাড়িয়ে গেছে। ২০২০ সালে মহামারীর আগে বাঘি ৩ মুক্তি পেয়েছিল।