/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/paresh_sanju-feature.jpeg)
'কমলি' চরিত্রটি সঞ্জয় দত্তের বন্ধু পরেশ গিলানিকে মাথায় রেখেই লেখা হয়েছে
সনজুর চরিত্রে রণবীর কাপুর যখন প্রশাংসা কুড়াচ্ছেন তখন ছবিতে এড়িয়ে যাওয়া যাচ্ছে না ভিকি কৌশল অর্থাৎ পর্দার কমলেশ কানহাইয়ালাল কাপাসিকে। বায়োপিকে রণবীরের পাশাপাশি সমান প্রশংসার দাবিদার এই চরিত্র। কিন্তু বাস্তবে কে সঞ্জয় দত্তের এই 'কমলি'?
একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, "কমলেশ চরিত্রটি সঞ্জয় দত্তের তিন-চারজন কাছের বন্ধুকে একসঙ্গে করে নিয়ে তৈরি। তবে প্রাথমিকভাবে এই চরিত্রটি সঞ্জয় দত্তের বন্ধু পরেশ গিলানিকে মাথায় রেখেই লেখা হয়েছে। যিনি আমেরিকার বাসিন্দা।" কিন্তু কে এই পরেশ গিলানি? সঞ্জয় যাকে 'পারিয়া' বলে থাকেন। অভিনেতার বলিউড ডেবিউ 'রকি'র আগে থেকেই যিনি সনজু বাবার বন্ধু। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে থাকেন। সঞ্জয়ের জীবনের চড়াই-উতরাইয়ে তাঁর পাশে স্তম্ভের মতন দাঁড়িয়ে থেকেছেন পরেশ।
আরও পড়ুন: Sanju movie review: রণবীর কাপুর অভিনীত এই ছবি চিত্তাকর্ষক
এক্স-প্রাইজ ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সংস্থাকে ভারতে নিয়ে এসেছেন পরেশ। যে সংস্থা এদেশে বেশ কয়েকটি উদ্যোগ গড়ে তুলেছে এবং কয়েকটি উদ্যোগে বিনিয়োগও করেছে। এক্স-প্রাইজও পরেশের প্রশংসায় পঞ্চমুখ, কারণ পরেশ নিজের হাতে তৈরি করেছেন এমন একটি সংস্থা, যেখানে প্রায় হাজারখানেক কর্মী কাজ করে চলেছেন, যে সংস্থা মার্কিন সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। এ ছাড়া আরও দুটি কোম্পানির জনক এই পরেশ।
এত কিছু সত্ত্বেও প্রচারের আলো নিজের ওপর পড়ুক, এমনটা একেবারেই চান না এই নেপথ্য নায়ক। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, সনজুর কোনও একটা স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সঞ্জয় এবং তাঁর 'পারিয়া'।