/indian-express-bangla/media/media_files/2025/09/11/sunjay-kapur-karisma-kapoor-children-case-2025-09-11-10-03-15.jpg)
কী জানাচ্ছেন সঞ্জয়ের বোন?
প্রয়াত উদ্যোক্তা সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। তাঁর কন্যা সামাইরা ও পুত্র কিয়ান- অভিনেত্রী কারিশমা কাপুরের সন্তানরা, দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করে বাবার উইলকে চ্যালেঞ্জ করেছেন। তাঁদের অভিযোগ, ওই উইলটি "জাল ও বানোয়াট" হতে পারে। আদালত, সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে নির্দেশ দিয়েছে, স্বামীর মৃত্যুর সময়, তাঁর নামে থাকা সমস্ত সম্পত্তির বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে।
উল্লেখযোগ্যভাবে, সঞ্জয়ের মা রানি কাপুরও এই উইলকে প্রশ্নবিদ্ধ করেছেন, কারণ তাতে প্রিয়াকে একমাত্র উত্তরাধিকারী করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ১০,০০০ কোটি টাকার সম্পদ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। এক পর্যায়ে রানি বলেন, “আমার ছেলে আমাকে রাস্তায় ফেলে দিল। মাথার উপর ছাদও নেই।”
সঞ্জয়ের বোন মান্ধিরা কাপুর স্মিথ, করিশ্মার সন্তানদের পাশে দাঁড়িয়ে বলেন, “সামাইরা আর কিয়ানের তাঁদের বাবার সঙ্গে গভীর সম্পর্ক ছিল। অথচ উইলে তাদের জন্য কিছুই রাখা হয়নি। এটা মেনে নেওয়া যায় না। আমি তাদের পাশে আছি।” তিনি আরও জানান, আদালতের নির্দেশে সত্য প্রকাশ পাবে এবং পরিবারের সামনে অবশেষে সব উত্তর ক্লিয়ার হবে।
পরিবারের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে মান্ধিরা বলেন, “এখন শুধু মা নন, বাচ্চারাও জড়িত। আমরা যা আমাদের প্রাপ্য নয় তা চাইছি না। আমার বাবা যা গড়েছিলেন, তা পরিবারের মধ্যে সমানভাবে ভাগ হওয়ার কথা ছিল। অথচ এক ব্যক্তি এসে সব নিয়ে গেছে।” রানি কাপুরের আইনজীবী বৈভব গগগর মন্তব্য করেছেন, আসল লড়াই মূলত করিশ্মা কাপুর ও প্রিয়া সচদেবের মধ্যে। তাঁর কথায়, “উইল আছে কি নেই, সেটা বড় প্রশ্ন। রানি কাপুর এতে প্রভাবিত হলেও তাঁর অবস্থান স্পষ্ট হবে।”
বলিউডের ৯০ দশকের জনপ্রিয় নায়িকা করিশ্মা কাপুর, ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তাঁদের কন্যা সামাইরা জন্ম নেয় ২০০৫ সালে, আর পুত্র কিয়ান ২০১১ সালে। তবে এক দশক পর তাঁদের দাম্পত্য ভেঙে যায় এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। পরে সঞ্জয় ২০১৭ সালে প্রিয়া সচদেবকে বিয়ে করেন এবং চলতি বছরের জুনে মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন।