গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ষাটের দশকের মুম্বইয়ে এই একটি নামেই কাঁপন ধরত মায়ানগরীর ডন-মাফিয়াদের। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা তিনি। অনেকের কাছে তিনি 'মুম্বই মাফিয়া কুইন' নামেই পরিচিত। যাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে যেমন সূর্যের আলো ঢোকা নিষিদ্ধ ছিল, ঠিক তেমনই গাঙ্গুবাইয়ের অঙ্গুলি হেলন ব্যতীত কোনও কাক-পক্ষীর প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি ছিল। মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লীতে বিক্রি হওয়াা মহিলাই নিজেকে একদিন প্রতিষ্ঠিত করেছিলেন দৌর্দণ্ড্যপ্রতাপ নেত্রী হিসেবে। গণিকালয় থেকে রাজনীতিক হওয়ার যাত্রা নেহাতই সুখকর ছিল না তাঁর। কামাথিপুরার সেই ডাকসাইটে মহিলার জীবনকাহিনিই এবার আলিয়া ভাটের (Alia Bhatt) হাত ধরে পর্দায় ফুটে উঠতে চলেছে। নেপথ্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। বুধবারই প্রকাশ্যে এল সিনেমার টিজার।
Advertisment
দুর্ধর্ষ আলিয়া ভাট। 'গাল্লিবয়', 'রাজি'তে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন আগেই, এবার বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'তেও (Gangubai Kathiawadi) তার অন্যথা হল না। টিজারেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখলেন আলিয়া। শুটিংয়ের বহু আগে থেকেই মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা গাঙ্গুবাঈয়ের চরিত্রকে আত্মস্থ করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী। বনশালির বাধ্য ছাত্রীর মতোই হোমওয়ার্ক করেছেন। মন দিয়ে শিখেছেন যৌনকর্মীর শরীরী ভাষা। উল্লেখ্য, গাঙ্গুবাঈয়ের চরিত্রের জন্য আলিয়াকে আলাদা করে কাঠিয়াওয়াড়ি ভাষাও শিখতে হয়েছিল।
প্রসঙ্গত, হুসেইন জাইদির লেখা ‘মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনেই ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি। কামাথিপুরার যৌনপল্লী গড়ে তোলেন গাঙ্গুবাই। এই পতিতাপল্লীকে হাতিয়ার করেই কীভাবে রাজনীতির মঞ্চ থেকে ক্ষমতার অলিন্দে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি, সেই গল্পই পরিচালক তুলে ধরেছেন তাঁর ছবিতে। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সিনেদর্শকদের কৌতূহল বেড়েছে বই কমেনি। এককথায়, দীপিকা ব্যতীত বনশালির এই ছবি দেখতে গিয়ে দর্শকরা যে হতাশ হবেন না, তা হলফ করে বলাই যায়। আগামী ৩০ জুলাই মুক্তি পাবে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ।