/indian-express-bangla/media/media_files/2025/03/18/zXdMAp4LnwjIKtS2SPP9.jpg)
রমজান মাসে খোলামেলা পোশাকে সাহসী ফটোশুটের জেরে কটাক্ষ অভিনেত্রীকে
Sanjeeda Shaikh Photoshoot During Ramadan: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সঞ্জিদা শেখ। 'ক্যয়ামত', 'এক হাসিনা থি', 'লভ কা হ্যায় ইনতেজর' মতো ধারাবাহিকের সৌজন্যে দর্শকের দরবারে বিশেষভাবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের কিছু ছবি পোস্ট করতেই ধেয়ে আসে কটাক্ষ। পবিত্র রমজান মাসে খোলামেলা পোশাকে ক্যামেরায় পোজ দিতেই বিপত্তি। বোল্ড আন্দাজে ছবি শেয়ার করতেই নেটিজেনের একাংশের প্রশ্ন, 'রমজান মাসে এইরকম পোশাক পরতে রুচিতে বাঁধেনি?' 'ঐতিহ্যবাহী কোনও পোশাক ওয়ারড্রবে নেই?' এই ধরনের কটক্ষই ধেয়ে এসেছে টেলি অভিনেত্রীর দিকে। এর আগেও 'উষ্ণ' ছবি পোস্ট করে সমলোচকদের বাঁকা নজরের শিকার হয়েছিলন। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বাড়তি সংযোজন রমজান মাস।
উজ্জ্বল হলুদ রঙের পোশাকে আরও গ্ল্যামারাস সঞ্জিদা। ভক্তরা তাঁর ছবি দেখে ফিদা হলেও, নিন্দুকেরা একেবারে রেগে কাঁই। যদিও এই প্রসোঙ্গে সঞ্জিদার কোনও প্রতিক্রিয়া মেলেনি। টেলিভিশনের পরিচিত মুখ সঞ্জিদা অভিনয় করেছেন সঞ্জয়লীলা বনসালীর ডেবিউ সিরিজ হারীমাণ্ডিতে। সেখানেও তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সঞ্জিদা। প্রায়ই ছবি-ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু, রমজান চলাকালীন খোলামেলা পোশাকে অভিনেত্রীর সাহসী ফটোশুটের ছবি শেয়ার করা মোটেই ভাল নজরে দেখছে না ইসলাম ধর্মাবোলম্বীরা।
প্রসঙ্গত, হোলির দিন প্রেমিকার বুকে প্রকাশ্যে রঙ মাখিয়ে চরম ট্রোল হয়েছেন অভিনেতার আমির আলি। সকলে জমিয়ে হোলি খেলছিলেন। ভিড়ের মধ্যেই অঙ্কিতার বুকে হাত রেখে তাঁকে ফাগ আবিরে রাঙিয়ে দেন আমির। ভালবাসার রঙে একেবারে রঙিন দুজনে। কিন্তু, প্রকাশ্যে এভাবে রঙ মাখানোটা মোটেই ভাল নজরে দেখছেন না নিন্দুকেরা। সমালোচকদের মধ্যে কেউ লিখেছেন, 'আমিরের খারাপ স্বভাবের জন্যই সঞ্জিদার সঙ্গে বিচ্ছেদ হয়েছে।' কেউ আবার আমিরকে খোঁচা মেরে লিখেছেন, 'এভাবে জনসমক্ষে কোনও মেয়েকে স্পর্শ করাটা অত্যন্ত কুরুচিকর। মেয়েটিরও তাঁকে বাধা দেওয়া উচিত ছিল।' অনেকে আবার কোনওরকম রাগ না দেখিয়ে এই ধরনের আনন্দকে 'নোংরামি'-র তকমা দিয়েছেন।