/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/sanjeeda.jpg)
sanjeeda sheikh abused: কী হয়েছিল সাঞ্জিদার সঙ্গে?
হীরামান্ডি সিরিজে অভিনয় করার পর থেকেই আলোচনায় রয়েছেন সানজিদা শেখ। অভিনেত্রী ওয়ার ছবির পর ওয়াহিদান চরিত্রে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তারসঙ্গে রয়েছে আমির আলীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গও।
কিন্তু এবার অভিনেত্রী এমন এক ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন যে, অবাক হতে হয়। এই সমাজে যে কারওর সঙ্গে যা কিছু হতে পারে, অন্তত সানজিদার কথায় তেমনই বোঝা গেল। মেয়েদের অনেক কিছুই সহ্য করতে হয়। তাই বলে, কেউ কিছুর তোয়াক্কা করবেন না এমন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে এমনিই এক কথার উল্লেখ করলেন...
অভিনেত্রীর কথায়, ছেলেদের কাছ থেকে খারাপ আচরণ, শ্লীলতাহানি এগুলো হতেই থাকে। সেটা যুগের পর যুগ এই অন্যায় চলে আসছে। কিন্তু আমি অবাক হয়েছিলাম অন্যদিকে। কারণ, একবার আমায় মহিলারা ঘিরে ধরে যা করেছিলেন, আমি চমকে উঠেছিলাম।
কী ঘটেছিল সেদিন?
নাইটক্লাবে গিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, আমি একটি নাইটক্লাবে ছিলাম। হঠাৎ করেই অনেক মহিলারা আমায় ঘিরে ধরল। এবং তাঁর মধ্যে একজন আমার স্তনে হাত দিয়ে চলে গেল। যেটাকে এককথায় শ্লীলতাহানি করা বলে। আমি তো অবাক, যে এটাও হয়ে গেল। এটা কেন হল?
ছেলেরা অন্যায় করলেই দোষ, আর বাকিরা করলে না? পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সানজিদা। অভিনেত্রী বলেন, যেই ভুল করুক! অন্যায় হল অন্যায়। ছেলেদের পাশাপাশি মেয়েদের অন্যায়টা বোঝানো উচিত। নইলে ওরা শুধরাবে না।