scorecardresearch

বড় খবর

Sanju movie box office collection day 2: দু দিনে ৭৩ কোটিরও বেশি আয় করল রণবীরের সনজু

Ranbir Kapoor sanju box office collection day 2: এখনও পর্যন্ত এই বছরের সেরা অঙ্কে ওপেনিং করেছে সনজু। শুক্রবার এই ছবির ব্যবসা করেছে ৩৪.৭৫ কোটি টাকা, আর শনিবারে ৩৮.০৬ কোটি। রণবীর কাপুরের এই ছবি দুদিনের শেষে আয় করল ৭৩.৩৫ কোটি টাকা।

Sanju movie box office collection day 2: দু দিনে ৭৩ কোটিরও বেশি আয় করল রণবীরের সনজু
সনজুর বক্সঅফিস কালেকশন নিয়ে টুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ।

Sanju movie box office collection day 2: ‘সনজু’ যেন ডুবো জাহাজে পালের হাওয়া মতো রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে। রণবীরের শেষ বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মার খেয়েছে। সে সব পুষিয়ে দিল একা সনজু। প্রথম দুদিনে দুদিনে এই ছবির মোট আয় করল ৭৩.৩৫ কোটি টাকা।
সনজুর বক্সঅফিস কালেকশন নিয়ে টুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ :

সঞ্জয় দত্তের জীবনকাহিনিই বড়পর্দায় ফুটিয়ে তুলছেন রাজকুমার হিরানি। পরিচালক নিজেও কাজে ফিরেছেন চার বছর পর। আর সঞ্জয়ের লুকে রণবীরকে দেখে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে অনেক আগেই। শুধুমাত্র গলার আওয়াজটুকু বাদ দিলে যেন সঞ্জয়কেই ফিরে পেয়েছেন দর্শকরা। ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন সোনম কাপুর, করিশ্মা তান্না, ভিকি কৌশল, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, অনুষ্কা শর্মা। প্রসঙ্গত, এরআগেও মুন্নাভাই এমবিবিএস বেশ ভালই ব্যবসা করেছিল।

সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি ছবির ট্রেলার লঞ্চে এসে সঞ্জয় দত্ত বলেছিলেন, ”আমার চরিত্রে রণবীর অনবদ্য। এই ছবি অসাধারণ হবে এবং রাজু জি, ভিকি কৌশল প্রত্যেকেই ভাল কাজ করেছেন। যা সত্যি সেটাই ছবিতে দেখানো হয়েছে”।
শুধু সঞ্জয় দত্তের জন্য নয়, সনজু রণবীর কাপুরের কেরিয়ারেও আশার আলো এনেছে। এরআগে অভিনেতা ‘বেশরম’, ‘বম্বে ভেলভেট’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। আর সনজু সম্পূর্ণ উলটোপুরাণ। বড়পর্দায় প্রথম দুদিনে ভাল ফল তো করেইছে। সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে এই ছবি।

আরও পড়ুন, অনলাইনে লিক হল ‘সনজু’, পাইরেসি রুখতে উদ্যোগী রণবীর ভক্তরা

তবে রাজকুমার হিরানি পরিচালিত ছবি রণবীর কাপুরকে বক্সঅফিসে তাঁর কেরিয়ারের সেরা ওপেনিং দিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sanju movie box office collection day 2 ranbir kapoor bengali