রিলিজের দিনই খবরটা রটে গেল সোশ্যাল মিডিয়ায়। জানা গেল সনজু অনলাইনেই পাওয়া যাচ্ছে। টোরেন্টের ডাউনলোড লিংকও শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এক টুইটারেত্তি জানান, সে প্রিন্ট নাকি এইচ ডি কোয়ালিটির।
আজই সঞ্জয় দত্তের বায়োপিক হলে মুক্তি পাওয়ার কথা। কিন্তু প্রথমদিনেই এই ছবির লিক হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হতে পারে ব্যবসায়।
টুইটারে লিকের খবর বেরোতেই তা ভাইরাল হতে থাকে। এরপরই রণবীরের ফ্যানেরা পাইরেসিকে উৎসাহ না দিয়ে হলে গিয়ে ছবি দেখার অনুরোধ করেন। অভিনেতার ফ্যানেদের মধ্যেই কেউ টুইট করে বলেন, ''সনজু লিকড, কিন্তু দয়া করে কেউ লিঙ্ক শেয়ার করবেন না। পাইরেসি বন্ধ করুন''। এরপর থেকেই ছবির পাইরেসি রুখতে শুরু হয় টুইট বন্যা।
এমনকি কিছু এরকম টুইটও দেখা যায়, যেখানে বলা হয়েছে সলমন খানের ভক্তরাই নাকি এই ছবি লিকের ভুয়ো খবর ছড়াচ্ছে।
ছবির লিঙ্কের স্ক্রিনশট দিয়েছেন এক টুইটার ইউজার।
এই প্রথম নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই রজনীকান্তের 'কালা' ছবির লিঙ্ক বেরিয়ে পড়ে অনলাইনে। পাইরেসি ওয়েবসাইট তামিলরকস্টাররাই এই কাণ্ডের জন্য দায়ী বলে জানা গিয়েছিল। বিশ্ব জুড়ে থালাইভা ফ্যানেদের আনন্দ নষ্ট করার জন্য ওই সাইটকে ভর্ৎসনাও করেন সিনেমাপ্রেমীরা। অনলাইনে লিক হয়েছিল 'উড়তা পঞ্জাব' ছবিটিও।
আরও পড়ুন, সঞ্জয় দত্তের বায়োপিকে করিশমা তন্না কি সাজছেন মাধুরী দীক্ষিত?
প্রসঙ্গত, ট্রেড গুরুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ছবির একশ কোটির ক্লাবে পা দেওয়ার সম্ভবনা প্রবল। রণবীর কাপুর, পরেশ রাওয়াল, ভিকি কৌশল, অনুষ্কা শর্মা, দিয়া মির্জার মত স্টারেদের নিয়ে সনজু মুক্তি পেয়েছে পাঁচহাজারেরও বেশি স্ক্রিনে।