Advertisment
Presenting Partner
Desktop GIF

করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ, রয়েছেন হোম আইসোলেশনে

কেমন আছেন তিনি এখন?

author-image
IE Bangla Web Desk
New Update
sankha ghosh

ফের করোনার (Covid-19) থাবা বাংলা সংস্কৃতিজগতে। এবার মারণ ভাইরাসে আক্রান্ত কবি শঙ্খ ঘোষ। গত দিন দুয়েক ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করান। বুধবার বিকেলে সেই রিপোর্ট আসে। তখনই জানা যায় যে, করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন শঙ্খ ঘোষ (Sankha Ghosh)। উপরন্তু বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। অতঃপর প্রবীণ কবির করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন ঘনিষ্ঠ মহল।

Advertisment

কেমন আছেন তিনি এখন? বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন শঙ্খ ঘোষ। আপাতত জ্বর না থাকলেও শারীরিক দুর্বলতা খানিক কাবু করেছে প্রবীণ কবিকে। চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খাচ্ছেন। তাঁর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল।

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন শঙ্খ ঘোষ। সেই সময়ে খানিক শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে অতিমারীতে এরপর বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল। গত ২ দিন ধরে পেটের সমস্যা দেখা দেয়। সঙ্গে জ্বরও। তখনই কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই হোম আইসোলেশনে রাখা হয় তাঁকে। বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে পরিবারের তরফে।

COVID-19 Sankha Ghosh
Advertisment