Director Arrest: বিয়ে করে অভিনেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেফতার পরিচালক সনোজ মিশ্র

Sanoj Mishra Arrest: পরিচালক সনোজ মিশ্র, মহাকুম্ভের ফেমাস গার্ল মোনালিসাকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। গ্রেফতার পরিচালক।

Sanoj Mishra Arrest: পরিচালক সনোজ মিশ্র, মহাকুম্ভের ফেমাস গার্ল মোনালিসাকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। গ্রেফতার পরিচালক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সনোজ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সনোজ

Sanoj Mishra: মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়ে রাতারাতি ফেমাস হয়ে গিয়েছিলেন মোনালিসা ভোঁসলে। তাঁকে সিনেমায় সুযোগ দিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মহাকুম্ভ সেনসেশন গার্লকে নিয়ে ছবি তৈরির জন্য চর্চায় ছিলেন। এবার ধর্ষণ কাণ্ডে নাম জড়াল সেই সনোজ মিত্রর। ঝাঁসির এক তরুণী পরিচালক সনোজের বিরুদ্ধে ধর্ষেণের অভিযোগ এনেছেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সেই অভিযোগের ভিত্তিতেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিনেত্রী বানানোর স্বপ্ন দেখিয়ে একাধিকবার তাঁকে যৌন হেনস্তা করেছেন বলে বিস্ফোরক দাবি ওই তরুণীর।

Advertisment

২০২০ সালে টিকটক ও ইনস্টাগ্রাম লাইভের মাধ্যমে সনোজ মিশ্রর সঙ্গে যোগাযোগ। ২০২১-এর ১৭ জুন প্রথমবার সনোজ তাঁকে দেখা করার প্রস্তাব দেন। মিথ্যা বলেছিলেন, তিনি ঝাঁসি স্টেশনে অপেক্ষা করবেন। কিন্তু, শেষ পর্যন্ত তিনি আসেননি। কিন্তু, যখন ওই তরুণী তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকার করলে পরিচালক সনোজ আত্মহত্যার ভয় দেখান। তিনি ভয় পেয়ে পরদিনই সনোজের সঙ্গে দেখা করেন। দিনটা ছিল ২০২১-এর ১৮ জুন, সনোজ মিশ্র তাঁকে একটি রিসর্টে নিয়ে গিয়ে মাদক জাতীয় কিছু একটা খাইয়ে দেন। এরপরই তরুণীর মতের বিরুদ্ধে তাঁকে যৌন নিগ্রহ করেন পরিচালক সনোজ মিশ্র। 

মিডিয়া রিপোর্ট মোতাবেক, আপত্তকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। বিভিন্ন অনুষ্ঠানে সনোজ ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হতেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যৌনতায় লিপ্ত হয়েছেন। অভিনেত্রী বানানোর প্রলোভনও দেখাতেন পরিচালক সনোজ মিশ্র। গান্ধীগিরি, রাম কি জন্মভূমি, লফঙ্গে নবাব, ধর্ম কে সওদাগর, কাশি টু কাশ্মীর সহ একাধিক ছবি পরিচালনা করেছেন। প্রসঙ্গত, মহাকুম্ভ মেলায় মোনালিসা ভাইরাল হতেই তাঁকে ছবিতে কাস্ট করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সনোজ। তাঁকে নাকি অভিনয়ের ট্রেনিংও দিচ্ছিলেন। বেশ কিছু ইভেন্টে মোনালিসার সঙ্গে সনোজকে দেখা গিয়েছে বলেও শোনা যায়। 

monalisa Bollywood News bollywood movie