/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/saif-inline.jpg)
সইফকে দেখতে হাসপাতালে সারা-ইব্রাহিম, পৌঁছলেন শাহরুখও
SRK-Sara-Ibrahim Meet With Saif: বৃহস্পতিবার ভোর রাতে সইফ আলি খানের বাড়িতে ডাকাতির ছক। ছোটে নবাবকে ছ'বার ছুরিকাঘাত। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিউরোসার্জারি হয়েছে সইফের। কসমেটিক সার্জারি এখনও চলছে। এদিকে ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনও করেছে। সইফিনার বাড়ির তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
লোকমার্টের রিপোর্ট মোতাবেক, এক মহিলাকর্মীর সাহায্যেই পতৌদি ম্যানসনের ভিতরে ঢুকতে পেরেছে হামলাকারী। সেখানেই সারারাত গা ঢাকা দিয়েছে বলেই খবর। ইতিমধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হামলাকারী নাকি সইফ পুত্র জেহ-র ঘরে ঢোকার চেষ্টা করেছিল।
ছোট ছেলে জেহর ন্যানি ওই ব্যক্তিকে দেখে চিৎকার করেন। তখনই সইফ ঘর থেকে বেরিয়ে আসেন। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। পরিবারকে রক্ষা করতেই প্রাণপন চেষ্টা করেন সইফ। তখনই গুরুতর আহত হন অভিনেতা। মুম্বই পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত করছে।
যত দ্রুত সম্ভব হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। সারা আলি খান ও ইব্রাহিম বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন। সইফের কো-স্টার আমিশা প্যাটেল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বলিউড বাদশা শাহরুখ খানও সইফকে দেখতে লীলাবতী হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
Lokmat-এর রিপোর্ট অনুযায়ী, সলমান খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কিনা তাও তদন্তসাপেক্ষ। ভাইজানের কাছের বন্ধু বাবা সিদ্দিকির হত্যার সময়ই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এই ঘটনার জন্য দায়ী দাবাং খান।
সইফ আলি খানকে ছুরিবিদ্ধ করার ঘটনার তদন্তে মুম্বই পুলিশ পশ্চিম বান্দ্রার সমস্ত বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। বাড়ির কর্মচারীদের কাছে পুলিশ জানতে চেয়েছে গত দুদিনে কারা মেজে পলিসের কাজ করতে এসেছিল। পুলিশের কাছে সবচেয়ে অবাক করা বিষয়, কড়া নিরাপত্তা পেরিয়ে কী ভাবে ১২ তলায় পৌঁছাল হামলাকারী! বিল্ডিং সব সইফের ফ্ল্যাটের সব সিসিটিভি ফুটেজ সিজ করেছে পুলিশ।