New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/09/V8334fkCJvcuSw5vWFIJ.jpg)
প্রেমচর্চার মাঝেই চুপিসারে বিয়ে সারলেন সারা?
প্রেমচর্চার মাঝেই চুপিসারে বিয়ে সারলেন সারা?
Sara Ali Khan Mahendi: ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর দুষ্কৃতী হামলায় তোলপাড় নবাব পরিবার। হাসপাতালে বাবাকে দেখতে পৌঁছে গিয়েছিলেন সারা আলি খান। ২১ জানুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সইফ আলি খান। এখন পরিস্থিতি স্থিতিশীল। পতৌদি পরিবারে স্বস্তি ফিরতেই খোশ মেজাজে ধরা দিলেন সারা। তারকা মম অমৃতা ও ভাই ইব্রাহিমের সঙ্গে নিজের ইনস্টা হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করলেন। যা দেখে আবার নেটনাগরিকদের একাংশ মনে করছেন, শীঘ্রই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন সইফ কন্যা। কিন্তু কেন?
সারার সাজসজ্জা বিশেষত মেহেন্দি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। লাল শাড়ি-টিকলি পরে একেবারে নতুন বউয়ের মতো সেজেগুজে, মেহেন্দি রাঙানো দু-হাতে মা-ভাইয়ের সঙ্গে হাসি মুখে ক্যামেরায় লুক দিয়েছেন সারা আলি খান। সত্যিই সারা চুপিচুপি বিয়ে সেরে ফেললেন? প্রসঙ্গত, ২৯ বছর বয়সী অভিনেত্রী সারা সাম্প্রতিক অতীতে অএক সাক্ষাৎকারে বলেছিলেন, ৩১ বছর বয়সে বিয়ে করবেন আর দুই সন্তানের মা হবেন। তার আগেই ইনস্টাগ্রামে সারার ছবি ঘিরে চর্চা শুরু।
উল্লেখ্য, বিটাউনে এখন বিয়ের মরশুম। একদিকে প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ে তো অন্যদিকে সারার কাছের বন্ধু যশ সিঙ্ঘল ও কৃষা পারেখের বিয়ে। সেই বিবাহ অনুষ্ঠানেই গ্ল্যাম অবতারে নজর কেড়েছেন গ্ল্যামারাস সারা আলি আলি খান। শনিবার ইনস্টা হ্যান্ডেলে বিয়েবাড়ির ছবি পোস্ট করেছেন। কখনও মায়ের সঙ্গে তো কখনও ইব্রাহিম ও নতুন বরের সঙ্গে পোজ দিয়েছেন কেদারনাথ খ্যাত নায়িকা।
ছবি পোস্ট করে সারা ক্যাপশনে লিখেছেন, 'মিস্টার অ্যান্ড মিসেস সিঙ্ঘল। যশ সিঙ্ঘল ও কৃষা পারেখ। তোমরা সারাজীবন একসঙ্গে সুখে থাক। ভালবাসায় থাক। জয় ভোলেনাথ।' সারা নিজের হাতের মেহেন্দিও ক্যামেরার সামনে মেলে ধরেছেন। সেখানেও দেখা যাচ্ছে ডান হাতের মেহেন্দির ডিজাইনে লেখা, জয় ভোলেনাথ। সারা যে শিবভক্ত সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। কেদারনাথে যাওয়ার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন সইফ কন্যা।
ধর্ম নিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা খোঁচাও দিয়েছেন। তবে সেসব তোয়াক্কা না করেই নিজের ভক্তিতে আস্থা রেখেছেন সারা। সোশ্যাল মিডিয়ায় সারার ছবি দেখে এক ব্যক্তি লিখেছেন, 'আমি ভাবলাম তোমারই বিয়ে।' মায়ের মুখের সঙ্গে তুলনা করে একজন লিখেছেন, 'তোমার মুখটা পুরো অমৃতা সিংয়ের মতো।' নেটপাড়ার এক সদস্য আবার লিখছেন, 'এক মুহূর্তের জন্য ভাবলাম তুমি বিয়ে করে নিয়েছ।' নেটিজেনদের মধ্যে আবার একজনের মন্তব্য, 'হাতে ভগবানের নাম লেখা ঈশ্বরকে অপমান করা। বাথরুমে যে হাত ব্যবহার করেন সেখানে ভগবানের নাম লেখা মোটেই উচিত নয়। এটা ভোলেনাথকে অবমাননা করা হয়।'