Sara-Arjun Relationship: অভিনেত্রী হিসেবে পায়ের তলার মাটি শক্ত করেছেন সারা আলি খান। প্রথম ছবি কেদারনাথ দারুণ সফল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নবাব নন্দিনীকে। একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সারার অভিনয় বারবার দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির গুঞ্জন, সারার জীবনে এখন প্রেমের বসন্ত।
সারার প্রেমিক নাকি মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়া। ইন্ডাস্ট্রির কানাঘুষো, ২০২৪ থেকেই সম্পর্কে রয়েছেন সইফ কন্যা। বেশ কিছুদিন আগে রাজস্থানের একই জায়গা থেকে নিজস্ব প্রোফাইলে ছবি পোস্ট করেছিলেন দুজনে। যা তাঁদের প্রেমের গুঞ্জনকে উসকে দিয়েছিল। প্রেমচর্চার মাঝে এবার মুখ খুললেন সারার চর্চিত প্রেমিক।
সইফ কন্যা সারা প্রায়ই কেদারনাথে যান। গত বছর সেই কেদারনাথ দর্শন থেকে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সারা-অর্জুনের ছবি। ভীরেন্দর চাওলার সঙ্গে সাক্ষাৎকারে প্রেমচর্চা নিয়ে অর্জুনের স্পষ্ট বক্তব্য, 'মানুষের যা ভাবার যেটা লেখার সেটাই লিখবে। কারন এটাই ওঁদের কাজ। ওঁরা ওঁদের কাজ করছে। আমি শুধু আমার প্রতি ফোকাস করছি। যেটা আমার করা উচিত সেটাই করছি। এইসব বিষয়গুলো আমাকে একদম ভাবায় না।'
/indian-express-bangla/media/post_attachments/1394c59e-54b.jpg)
উল্লেখ্য, সইফ কিন্তু আজ পর্যন্ত সারার সম্পর্কের কানাঘুষো নিয়ে একটি শব্দও খরচ করেননি। রাজনীতিবিদ Fateh Singh Bajwa পঞ্জাবের ভারতীয় জনতা পার্টির একজন বর্ষীয়ান সদস্য। তাঁরই ছেলে অর্জুন। পেশায় তিনি একজন মডেল, অভিনেতা ও ফিটনেস গুরু। একটা সময় সহকারী হিসেবেও বলিউডি ছবিতে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে অক্ষয় অভিনীত সিং ইজ ব্লিং।
তবে ব্যান্ড অফ মহারাজাস (Band of Maharajas)-র জন্য তিনি বিশেষভাবে পরিচিত। সারা বেশ কিঠছুদিন বাবা সইফে নিয়ে ব্যস্ত ছিলেন। আপকামিং মুভি স্কাই ফোর্সে দেখা যাবে নবাব কন্যাকে। এই ছবি সারার বিপরীতে রয়েছেন প্রাক্তন প্রেমিক ভীর পাহাড়িয়া (Veer Pahariya)।
তাঁদের সম্পর্কও একটা সময় হয়ে উঠেছিল পেজ ৩-এর হট কেক। কিন্তু, ব্যক্তিগত জীবন নিয়ে দুজনেরই মুখে কুলুপ। স্কাই ফোর্সের প্রচারে প্রাক্তন সারা সম্পর্কে সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করেন। বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে অকপট জবাব, 'ও ভীষণ সাপোর্টিভ। ইন্ডাস্ট্রিতে অনেকদিনের অভিজ্ঞতা রয়েছে। আমাকে অনেক সাহায্য করেছেন। আমি ওঁর কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ সারা!' উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ভীরের। সারার সঙ্গে অন স্ক্রিন কেমেস্ট্রি দর্শকের মন ছুঁতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।