Alia National Award: 'যখন জাতীয় পুরস্কার পেল প্রচণ্ড হিংসে হয়েছিল', আলিয়ার সাফল্যে ঈর্ষান্বিত সারা

Sara ali khan On Alia Bhatt: আলিয়া যখন জাতীয় পুরস্কার পেলেন তখন হিংসে হয়েছিল সইফ কন্যার সারা আলি খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা অকপটে বলে দিলেন অভিনেত্রী।

Sara ali khan On Alia Bhatt: আলিয়া যখন জাতীয় পুরস্কার পেলেন তখন হিংসে হয়েছিল সইফ কন্যার সারা আলি খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা অকপটে বলে দিলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আলিয়ার সাফল্যে কেন ঈর্ষান্বিত সারা?

আলিয়ার সাফল্যে কেন ঈর্ষান্বিত সারা?

Sara ali khan Vs Alai Bhatt: সালটা ছিল ২০২২। ওই বছর মুক্তি পেয়েছিল আলিয়া ভাট অভিনীত ব্লকবাস্টার মুভি গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি। দর্শক থেকে সমালোচক, প্রত্যকের প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। আলিয়ার অভিনয় মুগ্ধ করেছিল প্রতিটি সিনেপ্রেমীকে। সঞ্জয়লীলা বনসালীর ছবি আলিয়ার কেরিয়াকে নতুন দিগন্ত উন্মোচন করেছে। গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি-তে অভিনয়ের জন্য ২০২৩-এ সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট। অল্প বয়সেই সাফল্যের সিঁড়ি বেয়েঅনেকটাই এগিয়ে গিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ কন্যা সারা আলি খান প্রকাশ্যে বলেছেন, আলিয়ার সাফল্যে তাঁর হিংসে হয়েছিল।

Advertisment

NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেন, 'আলিয়া যখন জাতীয় পুরস্কার পেলেন তখন মনে হচ্ছিল, ভগবান ও এটা পেয়ে গেল। ওঁর একটি সন্তান আছে। জীবনটা সুন্দরভাবে সাজিয়ে নিল। কিন্তু, আমি এটা জানিনা জাতীয় পুরস্কার লাভের জন্য ওকে কী কী করতে হয়েছে।' সারা আরও যোগ করেন, 'একজন অভিনেত্রী হিসেবে সেই সময় ওঁর প্রতি ঈর্ষান্বিত হয়েছিলাম। কিন্তু, এটা কেউই জানে না আজ আলিয়া যে জায়গায় পৌঁছেছেন তার জন্য অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। হয়ত বা অনেক হতাশাও একসময় তাঁকে গ্রাস করেছিল। কিন্তু, সেগুলো আমার অজানা। এটা তো সেই প্রতিটি কয়েনের দুটি দিকের মতো বিষয়।'

সারার সংযোজন, আসলে আমরা যখন কারও প্রতি ঈর্ষাবোধ করি তখন তাঁর বিষয়ে সবটুকু না জেনেই করে ফেলি। অপরের সাফল্যে আমরা হীনমন্যতায় ভুগি, হিংসা করি। কিন্তু, এটা জানি না কী ভাবে এই সাফল্য তাঁর ঝুলিতে এল। এর নেপথ্য কাহিনি না জেনেই মনের ভিতর হিংসা জাগে। আসলে হিংসা তো অন্ধ।' অভিষেক কাপুরের 'কেদারনাথ' মুভিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক সারা আলি খানের। শেষ অভিনীত ছবি স্কাই ফোর্স। অক্ষয়, ভীর পাহাড়িয়ার সঙ্গে সারার এই ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়েছে। অন্যদিকে আলিয়ার শেষ ছবি জিগরা। বনসালীর সঙ্গে আগামী ছবি লাভ অ্যান্ড ওয়ারে রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে মিসেস কাপুরকে। 

bollywood movie Bollywood News bollywood actress aliaa bhatt Sara Ali Khan