মায়ের সঙ্গে বনিবনা নেই সারা আলি খানের। শুটিং ফ্লোরেই তাঁর সঙ্গে অভব্য আচরণ! ঘটনা নজর এড়ায়নি ভিকি কৌশলেরও। সকলের সামনেই সারাকে তুলোধোনা সহ অভিনেতার।
Advertisment
বাবা সইফের সঙ্গে মা অমৃতার বিবাহ বিচ্ছেদের পরে মায়ের সঙ্গেই থাকেন সারা এবং ইব্রাহিম। তাঁকে নিয়েই মাঝেমধ্যে এদিক ওদিক ঘুরতে যান অভিনেত্রী। শুটিং ফ্লোরেও অমৃতা যান মেয়ের সঙ্গে। ইন্দোরে শুটিং চলাকালীন এমন এক কান্ড ঘটিয়েছিলেন সারা, যে একরকম রেগে আগুন হয়ে যান ভিকি। মায়ের সঙ্গে এমন কেউ করে?
কী করেছিলেন আসলে সারা?
Advertisment
ঘটনা সকলের সামনে আনেন ভিকি কৌশল নিজে। কপিল শর্মার শোয়ে এসে বললেন, "সারা ছোট ছোট জিনিস নিয়ে এমন করেন মায়ের সঙ্গে। আমি তো একদিন ভয় পেয়ে গিয়েছিলাম। অমৃতা ম্যাম এসেছিলেন শুটিংয়ে। আমি দেখছি সারা অকথ্য ভাষা প্রয়োগ করছে। আমি ভাবলাম যে, ব্যাক্তিগত বিষয় আমি ঢুকবো না। পরে জানতে পারলাম, অমৃতা ম্যাম ১৬০০ টাকায় টাওয়াল কিনে এনেছিল বলে সারার এই অবস্থা। ভিকির কথা মাঝপথেই থামিয়ে দিলেন সারা। কিন্তু কেন?"
নিজের বক্তব্য পেশ করতে গিয়েই এই কথা বললেন নবাব কন্যা! বললেন, "তো? কী বলব? ১৬০০ টাকায় কে তোয়ালে কেনে? এটা একটা কথা? এত দাম দিয়ে? ভ্যানিটিতে বিনা পয়সার তোয়ালে রাখা আছে। যেটা ফ্রীতে হয়ে যাবে, সেটা পয়সা দিয়ে কেনার কী আছে?" নবাব পরিবারের মেয়ে হয়ে এহেন কথা বলছেন? টাকার উপর শুয়ে থাকার কথা তাঁর কিনা এত হিসাব? শুনে হেসে গড়ালেন কপিল শর্মা।
এমনিতেও বেশ হিসাবী সারা। পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ ভালবাসেন। এমনকি নিজের পোশাকও খুব একটা নেই সারার। আগেও বলেছিলেন, যে ফাটাফুটা পোশাক পরেই বেশি সময় কাটান, পয়সা খরচ করা তাঁর ধোপে টেকে না।