পরপর দুটো ছবিতে একসঙ্গে করেছেন সারা আলি খান। ডেবিউ ছবি কেদারনাথ ইতিমধ্যে বক্স অফিসে ভালো সাড়া ফলেছে। সেদিকে মন দেওয়ার সময় নেই সইফ কন্যার। এখন তিনি ব্যস্ত রণবীর সিংয়ের সঙ্গে সিম্বা ছবির প্রচারে।
কিন্তু গেরো অন্য জায়গায়। প্রমোশনের পোশাক নিয়েই ট্রোল হলেন নবাগতা। কখনও গ্যালাক্সি প্রিন্টে ড্রেস আবার কোনো সময় নানা রঙের সমাহারে বেল-বটম পোশাক দেখেই ফ্যাশন ডিজাস্টারের তকমা জুড়ল সারার কপালে।
যেখানে সইফের স্ত্রী করিনা কাপুর খান জিমের পোশাকেও ট্রেন্ডি, সেখানে সারার এমন বদনাম !আবার কেউ কেউ বলছেন , 'সঙ্গত কা অসর'। ফ্যাশনের ভরাডুবি করতে রণবীরের জুড়িমেলা ভার। সেখানে সারার পাশে রণবীরের পোশাক চোখে লাগেনি। তাহলেই বুঝুন..
Read the full story in English