Satish Shah funeral: পঞ্চভূতে বিলীন দেহ, গানে গানে 'কমেডি কিং' সতীশকে চিরবিদায় টিম 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর

Satish Shah Last Journey: মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল। তার আগে গানে গানে 'সারাভাই ভার্সেস সারাভাই' পরিবারের সদস্যরা চিরবিদায় জানালেন সতীশকে। দেখুন ভিডিও।

Satish Shah Last Journey: মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল। তার আগে গানে গানে 'সারাভাই ভার্সেস সারাভাই' পরিবারের সদস্যরা চিরবিদায় জানালেন সতীশকে। দেখুন ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

গানে গানে চিরবিদায়

Satish Shah Death: 'সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে ইন্দ্রবর্ধন সারাভাই-এর চরিত্রের জন্য আজও আবালবৃদ্ধবনিতার হৃদয়ে রয়ে গিয়েছেন সতীশ শাহ। শনিবার 'কমেডি কিং' -এর আকস্মিক প্রয়াণের খবরে পায়ের নীচের মাটি নড়ে গিয়েছিল পরিচিতমহলের একাংশের। মাত্র ৭৪-এ তারাদের দেশে মিলিয়ে গেল মুখের হাসি। না ফেরার দেশে 'কমেডি কিং' সতীশ শাহ। শেষযাত্রায় তাঁকে দেখতে ভিড় জমিয়েছেন কাছের মানুষ থেকে সতীর্থ ও অনুরাগীরা। রবিবার মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল। তার আগে গানে গানে 'সারাভাই ভার্সেস সারাভাই' পরিবারের সদস্যরা চিরবিদায় জানালেন সতীশকে। 

Advertisment

Advertisment

তাঁকে শেষবার দেখতে এসেছিলেন‘সারাভাই বনাম সারাভাই’-এর টিমের সদস্য প্রযোজক জেডি মজেঠিয়া ও আতীশ কাপাডিয়া, অভিনেতা রূপালি গঙ্গোপাধ্যায়, সুমিত রাঘবন, রাজেশ কুমার ও দেবেন ভোজানি। সতীশ শাহকে অন্তরের আবেগ দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা একসঙ্গে সিরিয়ালের টাইটেল ট্র্যাকটি গেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। স্মৃতিতে ভেসে যেতেই অনেকেরই চোখের জল বাধ সাধেনি। 

সেই মুহূর্তের একটি ক্লিপ শেয়ার করে দেবেন ভোজানি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'বোকা, অদ্ভুত বা অন্ধকার যাই মনে হোক না কেন, আমরা একসঙ্গে থাকলে সবসময়ই এটা গাই। আজও তার ব্যতিক্রম হয়নি। মনে হচ্ছিল ইন্দু নিজেই বলছেন, ‘গাও’। সতীশ শাহজি, আপনাকে সারাভাই ভার্সেস সারাভাই-তে  পরিচালনা করতে পারা আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আপনি আমাদের হৃদয়ে চিরজীবী থাকবেন।' 

সতীশ শাহের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, এবং চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু ব্যক্তিত্ব তাঁর অন্ত্যেষ্টিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, টিকু তালসানিয়া, ডেভিড ধাওয়ান, রুমি জাফরি, নীল নিতিন মুকেশ, আলি আসগর, দীপক পরাশর, হরিশ ভিমানি, অবতার গিল, আচান দেশাই, পঙ্কজ কপূর, সুপ্রিয়া পাঠক, পূনম ঢিলোঁ, স্বরূপ সম্পত, দিলীপ তাহিল, প্রহ্লাদ কাক্কর, সুরেশ ওবেরয়, প্রসূন যোশী, শরদ সাক্সেনা ও তেজ সাপরু।

actor death news Satish Shah