Advertisment
Presenting Partner
Desktop GIF

সামনে পরীক্ষা, তারপরেও পাল তুললেন Saregama-র অনুস্কা পাত্র

কী বলছেন শিল্পী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saregamapa anushka patra new pujo song

অনুস্কার নতুন গান

পুজো আসছে মানেই বাঙালির নতুন গানের অপেক্ষা ফুরোনোর পালা। প্রতি পুজোর আগে বরাবরের মত বহু নতুন গান বাংলা ও বাঙালির মন-প্রাণ সুরে ছন্দে আলোড়িত করতে আসে। ২০২৩ এও তার ব্যতিক্রম নেই। বাংলা গানের নতুন লেবেল সুরাশা মেলোডিজ বাংলা থেকে তাই অনুষ্কা পাত্রর কন্ঠে বিশাল রায়ের সুরে সম্প্রতি মুক্তি পেল “দে দে পাল তুলে দে”।

Advertisment

গানটি লোকসঙ্গীত কিন্তু তারপরেও নতুন ভাবে এটিকে রি-এরেঞ্জ করেছেন বিশাল রায়। পুরনোর মাঝেও এক নতুন আবহ দিয়েছেন তিনি। অনুষ্কার কন্ঠ তাও আবার পুজোর গানে, এক নতুন পাওয়া। বাঙালি তথা সমগ্র ভারতবাসী তাকে হিন্দীতে জি সা রে গা মা পা এর মঞ্চে ২০২০ সালে প্রথম রানার আপ হিসাবে দেখেছে। এমনকি ২০২২ এ তার কন্ঠ ইন্ডিয়ান আইডলেও জনপ্রিয়তা লাভ করেছে। মাত্র কয়েক মাস আগেই হিমেশ রেশামিয়ার সুরে অনুষ্কা “দিল কা সওদা” নামের একটি হিন্দি গান গেয়েছেন।

saregamapa anushka patra new pujo song
পুজোর গানে অনুস্কা

“দে দে পাল তুলে দে” গানটি সম্পর্কে অনুষ্কা জানান যে যতই মুম্বইতে কাজ করুন না কেন, প্রকৃত বাঙালি হিসাবে বাংলা গান গাওয়ার আগ্রহ তার অবাধ। তার ওপরে লোকসঙ্গীত গাওয়া যে কোনও প্রকৃত শিল্পীর পক্ষেই খুব আনন্দের। তাই বিশালের এই গানটার কথা যখনই জানতে পারেন, তিনি অত্যন্ত উচ্ছসিত হয়ে পড়েন। পুজোর আগে এমন একটা লোকসঙ্গীত বাঙালির হৃদয় জয় করবে বলেই তিনি আশা রাখেন।

বিশালের কথায়, সামনেই ওর ক্লাস টুয়েলভের পরীক্ষা কিন্তু সা রে গা মা পা ও ইন্ডিয়ান আইডল দেখে এই বয়েসেই অনুষ্কার গলার পিচ এবং লেন্থ সম্পর্কে মুগ্ধ হ্ন তিনি। তাকেই এই গানের জন্য আদর্শ মনে করেন। দুজনেরই অনেক চিন্তা ভাবনার ফলে এই গানটাকে এইভাবে রিক্রিয়েট করা সম্ভব হয়েছে যা আগে হয়ত কেউ ভাবেনি।

saregamapa anushka patra new pujo song
পুজোর গানে অনুস্কা

সুরাশা মেলোডিজ বাংলা আগামীতে বাঙলার বহু বড় শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে চলেছে। পুজোর আগেই এই মিউজিক লেবেল থেকে আরও ভিন্ন স্বাদের গান উপভোগ করতে পারবেন বাঙালিরা এমন পরিকল্পনাতেই তাদের কাজ চলছে।

tollywood Entertainment News
Advertisment