Advertisment
Presenting Partner
Desktop GIF

'প্রীতমদার অনুরোধ সত্বেও বাদ পড়লাম..', আজও বলিউডে রাজনীতি? খোলসা করলেন Saregama- খ্যাত সঞ্চিতা

সঞ্চিতার গলায় আক্ষেপ, বিতর্ক নেই বলেই বিগ বসেও সুযোগ পাননি?

author-image
Anurupa Chakraborty
New Update
sanchita bhattacharya, sanchita bhattacharya news, sanchita bhattacharya saeregamapa, sanchita bhattacharya update, pritam chakraborty, tollywood, sanchita bhattacharya yash eaj, yash raj baneer, সঞ্চিতা ভট্টাচার্য, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

সঞ্চিতার কাহন

বলিউড ইন্ডাস্ট্রিতে আদৌ স্বজন পোষণ হয় নাকি সবকিছুই নির্ভর করে নির্মাতাদের ওপর। অন্তত, নামজাদা সঙ্গীত পরিচালকের অনুরোধে গান গাওয়ার পরেও সেই গান বাদ দেওয়ার পর আদৌ সত্যিই কি কোনও প্রশ্ন করা যায়? দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সেসব সম্ভব না। অন্তত, বিগ শটদের সামনে তো একেবারেই না। এমনই জানালেন এককালের সারেগামাপা এর বিজেতা সঞ্চিতা ভট্টাচার্য।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস এর সঙ্গে খোলামেলা আড্ডা দিতে গিয়েই স্মৃতি হাতড়ে অনেক কিছুই বললেন। সারেগামাপার বিজেতা তিনি। গান গেয়েছেন অনেক ছবিতে। কিন্তু, একসময় প্রীতমের সুরে গান গেয়েও লাভ হয়নি। কারণ? সে কারণ অবশ্য তাঁর অজানা। 'ধুম ৩' এর বিখ্যাত গান 'কামলি'... সেটি গাওয়ার জন্যই খোদ প্রীতম চক্রবর্তী অনুরোধ করেছিলেন তাকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আদপে, সেই গান সুনিধি চৌহানের কন্ঠেই শোনা গিয়েছে। এপ্রসঙ্গে বলতে গিয়েই তিনি সোজা জানান, "আমায় প্রীতমদা নিজে বলেছিল গানটা গাইতে। আমি গেয়েছিলাম। আমার আগে আরেকজন গেয়েছিল। কিন্তু, শেষ অবধি হয়ে ওঠে নি। কী আর বলব? এর জন্য কোনও প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয় না।"

যদিও, যশরাজ ব্যানারে সেটি তাঁর প্রথম গান না। বরং তাঁর আগে 'ইয়ামলা পাগলা দিওয়ানা' গানটির দুই লাইন তাঁর গলায় শুনেছে দেশবাসী। সে প্রসঙ্গে সঞ্চিতা বলেন, "আমার গলার আওয়াজটা অ্যাপ্রুভ করেছিলেন সানি দেওল। এমনই রফ একটা গান গেয়েছিলাম। বলেছিল আরেকবার রেকর্ড হবে। কিন্তু, পরে যখন রিলিজের দিন শুনালম যে ওই ভার্সনটাই রয়েছে খুব মন খারাপ হয়েছিল। কিন্তু, এর কোনও প্রশ্ন উত্তর হয়না তো।" নানা কিছু দেখেছেন তিনি। নিজের ওপর কাবু পেতে শিখেছেন। এখন আর কোনও গান গেয়ে কিংবা সিনেমায় গানের সুযোগ পেয়ে প্রথমেই সকলের সঙ্গে শেয়ার করেন না। অপেক্ষা করেন রিলিজ পর্যন্ত।

আরও পড়ুন - চোখে মুখে অজস্র দাগ, উস্কো খুস্কো চুল! নতুন রূপে চিনতে পারছেন অভিনেতাকে?

কিন্তু, শিল্পী হিসেবে ফেমে থাকতে ভাল লাগে না? নাকি বিতর্ক এবং বিবাদ থেকে দূরে থাকাই শ্রেয়? সঞ্চিতা হাসতে হাসতেই জানান, "চেয়েছিলাম বিগ বসের ঘরে যেতে। অনেক চেষ্টাও করেছিলাম। কিন্তু, আমার তো কোনও বিতর্ক নেই। সেকারণে আমি বিগ বস থেকে দূরে।"

প্রসঙ্গত, নানা ছবিতে গাজ গেয়েছেন তিনি। কাজ করেছেন সুভাষ ঘাইয়ের কাঞ্চি ছবিতে। সঞ্চিতার গলার আওয়াজ শুনে সুভাষ জি বলেছিলেন, এটাই আমার কাঞ্চি। আজও সে স্মৃতি তাজা তাঁর।

bollywood tollywood Entertainment News
Advertisment