মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, ফারহা খান, শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন-তালিকা বেড়েই চলেছে। সরোজ খানের প্রয়াণে শোকস্তব্ধ বলিউডের শিল্পীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীকে শ্রদ্ধা জানাতে নিজেদের স্মৃতির ঝুলি উজাড় করে দিয়েছেন সকলে।
শুক্রবার মুম্বইয়ে জীবনাবসান হয়েছে কোরিয়োগ্রাফার সরোজ খানের। চার দশকের কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ২০০০ রেরও বেশি গান। তাঁর স্টেপেই পা মিলিয়ে কালজয়ী হয়েছে মাধুরী, শ্রীদেবীর বেশ কয়েকটি গান।
জন্মের সময়ে নাম ছিল নির্মলা নাগপাল। শিশুশিল্পী হিসাবে কাজ করতে শুরু করেছিলেন ইন্ডাস্ট্রিতে। নজরাজা ছবিতে ছোট্ট শ্যামার ভূমিকায় ছিলেন সরোজ। ধীরে ধীরে সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে যাত্রা শুরু। ১৯৫০ সালে বিমল রায়ের মধুমতী ছবিতে ডান্স ডিরেক্টর বি সোনলালের তত্ত্বাবধানে কোরিয়োগ্রাফার হিসাবে কাজ শুরু করেন তিনি।
আরও পড়ুন, সরোজ খান (১৯৪৮-২০২০): যিনি সকলকে নাচাতেন নিজের তালে
তাঁর প্রয়াণে শোকাহত শিল্পা শেট্টি কুন্দ্রা লিখলেন, ''আপনি আমাকে শিখিয়েছিলেন কীভাবে এক্সপ্রেস করতে হয়। আপনার মতো করে কেউ শট নিতে পারে না।''
SADDENED to hear about the passing of #SarojKhan ji!
Learnt a lot by watching all your CHOREOGRAPHY and then it was a privilege to have worked with you.
Thank you Saroj ji, for making 2 of my songs unforgettable!Your STUDENT for LIFE!!????♂️
Condolences to #RajuKhan & family!???? pic.twitter.com/2MrWX4mSjX
— Ashutosh Gowariker (@AshGowariker) July 3, 2020
আরও পড়ুন, ‘বন্ধু ও গুরু’, সরোজের প্রয়াণে বিধ্বস্ত মাধুরী দীক্ষিত
সরোজ তাঁর নিজের কর্মজীবন শুরু করেন ‘ব্যাকগ্রাউন্ড ড্যান্সার’ হিসেবে, যাঁদের সারা জীবন কেটে যায় ‘হিরোইনের’ পেছনের সারিতে নেচে। ক্যামেরার নজর থাকে মুখ্য চরিত্রের ওপর, কিন্তু জায়গা ভরান পার্শ্ব নর্তক-নর্তকীরা। সেই জায়গা থেকে উঠে আসেন সরোজ, এবং ক্রমশ হয়ে ওঠেন বলিউডের প্রথম মহিলা মুখ্য কোরিওগ্রাফার, যে সময় শব্দটির অর্থই অনেকের কাছে স্পষ্ট ছিল না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন