/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/saswata.jpg)
Saswata Chatterjee: শোকাহত অভিনেতা/ ছবি- ইনস্টা
Saswata Chatterjee mother died: অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এর জীবনে শোকের ছায়া। কাছের মানুষকে হারালেন অভিনেতা। প্রয়াত অভিনেতার মা এবং কিংবদন্তি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী।
বয়স হয়েছিল। ৮২ বছরে না ফেরার দেশে অভিনেতার মা। শেষ কিছুদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ৯ তারিখ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা একমাস অঞ্জলী দেবী ভুগছিলেন শারীরিক সমস্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
দুই ছেলের সঙ্গেই ছিল নিদারুণ সম্পর্ক। ছোট ছেলে শুভদীপের সঙ্গেই থাকতেন তিনি। শারিরীক সমস্যা লেগেই থাকত। পড়ে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। বাড়াবাড়ি হয়েছে তারপরই। শরীরে সংক্রমণ হতে শুরু করে। তাই, আর শেষরক্ষা হল না। অঞ্জলিদেবী পাড়ি দেন না ফেরার দেশে।
মায়ের মৃত্যুতে শোকাহত অভিনেতা শাশ্বত। তাঁর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঠিক আছেন অভিনেতা। এখন নিজেকে একদম সামলে নিয়েছেন। শুটিং ছিল তাঁর। কিন্তু, সবটাই বাতিল করে দিয়েছেন। শ্রাদ্ধ শান্তির কাজ শেষ করেই ফিরবেন নিজের জগতে।