Advertisment
Presenting Partner
Desktop GIF

শাশ্বত-রুদ্রনীল এবার 'প্রতিদ্বন্দ্বী'? প্রকাশ্যে রহস্য-রোমাঞ্চে মোড়া সিনেমার টিজার

দেখুন টিজার।

author-image
IE Bangla Web Desk
New Update
pratidwandi

মাস খানেক আগেই পোস্টার প্রকাশ্যে এনে ছবির ঘোষণা করেছিলেন পরিচালক সপ্তাশ্ব বসু। সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন করে 'প্রতিদ্বন্দ্বী' (Pratidwandi) আনতে চলেছেন তিনি। মূল চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) এবং রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এবার প্রকাশ্যে এল সেই ছবির টিজার। রহস্য-রোমাঞ্চে মোড়া সেই ছবির প্রথম ঝলকই যে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisment

সিনেমার গল্পও পরিচালক সপ্তাশ্ব বসুর নিজেরই। ডার্ক থ্রিলার ঘরানার। সম্প্রতি দীপাবলিতে মুক্তি পেল সেই ছবির টিজার। তা 'প্রতিদ্বন্দ্বী'র গল্প কীরকম? ডাঃ বক্সী নামে একজনের ছেলে অপহৃত হয়ে যায় স্কুল থেকে। স্কুল থেকে অপহরণ হয়ে যাওয়া ছেলেটিকে খোঁজার ভার পড়ে এক প্রাইভেট গোয়েন্দা এবং তাঁর টিমের উপর। সেই প্রাইভেট গোয়েন্দার নাম সিদ্ধার্থ। অপহরণের রহস্যভেদ করতে গিয়ে সিদ্ধার্থের টিম জানতে পারে যে সেই স্কুলেরই সুকুমার সেন নামে এক শিক্ষকের ডাঃ বক্সী অর্থাৎ যার ছেলে নিখোঁজ, তার উপর ব্যক্তিগত বিদ্বেষ রয়েছে। সুকুমার সেন সেন সেই স্কুলেই অঙ্ক পড়ান। সেখানেই গল্পের মোড় ঘোরে। এবার প্রশ্ন, তাহলে কি স্কুলের সেই অঙ্কের শিক্ষক সুকুমার সেনই কি ডাঃ বক্সীর ছেলেকে অপহরণ করেছে? নাকি এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র? সেই প্রশ্নের উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পাওয়া অবধি।

সিনেমায় প্রাইভেট গোয়েন্দার নাম সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্কুলের অঙ্কের শিক্ষক সুকুমার সেনের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। প্রসঙ্গত, রুদ্রনীলের চরিত্রের মধ্যে যে একটা শেডি বিষয় রয়েছে, তা টিজারেই বেশ বোঝা গিয়েছে। এছাড়াও 'প্রতিদ্বন্দ্বী' সিনেমায় অভিনয় করেছেন সায়নী ঘোষ, সৌরভ দাস, রাজদীপ সরকার, রিনি ঘোষ, মাহি কর-সহ অনেকে।

saswata chatterjee Rudranil Ghosh Pratidwandi
Advertisment