অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ফিরছেন ভানু বন্দ্যোপাধ্যায় হিসেবে। তাঁকে দেখা যেতে চলেছে যমালয়ে জীবন্ত ভানু সিনেমায়। যেখানে, কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়কে তিনি ট্রিবিউট জানিয়েছেন।
তাঁর সঙ্গে, ভানু বন্দোপাধ্যায়ের সম্পর্ক ছিল অন্যরকম। একে তো বাবা শুভেন্দু চট্টোপাধ্যায় তখন ইন্ডাস্ট্রির বড় নাম। শুভেন্দুর সঙ্গে ভানু বন্দোপাধ্যায়ের সম্পর্ক ছিল দেখার মত। আদর করে শুভেন্দুকে যে নামে ডাকতেন ভানু বাবু, শুনলে অবাক হতে হয়। আজ যখন, শাশ্বত নিজেই সেই মানুষটির জুতোয় পা গলিয়েছেন, তখন তাঁকে দেখা গেল এমন কিছু শেয়ার করতে...
অভিনেতা ছবি রিলিজের আগেই জানান, "আমার বাবাকে আদর করে উনি শুয়ার বলে ডাকতো। আমি আমার জন্মের কথা শুনেছি, এবং আমার ভাইয়ের জন্মের সময় দেখেছি। নার্সিং হোমের সিঁড়িতে কোলাহল। একটা গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুয়োরের বাচ্চাটা কোন ঘরে?"
ভানু বন্দ্যোপাধ্যায় তাঁদের দেখতে এসে এই নামেই সম্বোধন করেছিলেন। এমনকি, গোটা হাসপাতালের ডাক্তার থেকে নার্স তখন তাঁকে নিয়ে ব্যস্ততা শুরু করে দিয়েছেন। সবাই দৌড়াদৌড়ি করছেন। অপুর কথায়...
"উনাকে নিয়ে তখন কত ব্যস্ততা। আমার মনে আছে ডাক্তার থেকে নার্স সবাই ওনাকে ঘর দেখাতে ছুটছে। কাজেই আমার মনে হয়, আমি আর আমার ভাই, দুজনেই উনার কাছে শুয়োরের বাচ্চা।" একথা বলেই, তিনি হেসে ফেলেন। কাজেই, সম্পূর্ন ঘটনাই যে তাঁর মনে আছে, সেকথা বলাই যায়।
উল্লেখ্য, শাশ্বত চট্টোপাধ্যায় আবার প্রলয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে, তিনি এটা আমাদের গল্প ছবিতেও যেভাবে অভিনয় করেছেন, অনেকেই স্তম্ভিত। আর এবার ভানু বন্দ্যোপাধ্যায় এর ভূমিকায়।