রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করতে চলেছেন শাশ্বত?

সুজয় ঘোষের 'কাহানি', পরে ২০০৭-এ অনুরাগ বসুর 'জগ্গা জাসুস'-এ টুটিফুটি, সিলভার স্ক্রিনে তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত। ফের একবার বলিউডের চিত্রনাট্যে কাজ করবেন তিনি।

সুজয় ঘোষের 'কাহানি', পরে ২০০৭-এ অনুরাগ বসুর 'জগ্গা জাসুস'-এ টুটিফুটি, সিলভার স্ক্রিনে তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত। ফের একবার বলিউডের চিত্রনাট্যে কাজ করবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
saswata chatterjee

রাজকুমার সন্তোষীর 'ব্যাড বয়' ছবিতে থাকতে পারেন শাশ্বত।

ফের একবার বলিউডে দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কে। 'কাহানি'র পর থেকে বেশ কিছু হিন্দি ছবিতে শাশ্বতকে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে রাজকুমার সন্তোষীর ছবিতে কাজ করতে পারেন অভিনেতা। আগামীতে 'ব্যাড বয়' তৈরি করছেন পরিচালক আর সেই ছবিতেই দেখা যেতে পারে বব বিশ্বাসকে।

Advertisment

প্রসঙ্গত, ব্যাড বয় ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নামাশি। রাজকুমারের হাত ধরেই তাহলে আরও একবার শাশ্বতকে বলিউডে পেতে চলেছে দর্শক। অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা থেকে অনেক দূরে চলে এসেছেন শাশ্বত। কমেডি হোক বা সিরিয়াল কিলার, সব ধরণের চরিত্রে সাবলীল তিনি।

আরও পড়ুন, জামাইষষ্ঠীতেই ‘পরিণীতা’র ফার্স্টলুক

Advertisment

বলিউড ছবিতেও যে কোনও চরিত্রে তিনি বাজিমাৎ করতে পারেন সেকথাও বলে দিতে হবেনা। সুজয় ঘোষের 'কাহানি', পরে ২০০৭-এ অনুরাগ বসুর 'জগ্গা জাসুস'-এ টুটিফুটি, সিলভার স্ক্রিনে তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত। ফের একবার বলিউডের চিত্রনাট্যে কাজ করবেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'ব্যাড বয়'-এর শুটিং। ব্যাঙ্গালুরুতে প্রথম পর্যায়ের শুট শেষ করে ফেলেছেন অভিনেতা।

বাংলা ছবির মার্কেটেও তাঁর পরবর্তী ছবির সংখ্যা নেহাত কম নয়। ক্রিসমাসে দেব এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। সেই ছবিতে রাজার ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে 'নেটওয়ার্ক' ছবির ট্রেলার। শোনা যাচ্ছে, 'ব্যাড বয়' ছবিতেও চমকপ্রদ চরিত্রে রয়েছেন শাশ্বত। খুব শিগগিড়িই পরবর্তী শিডিউলের শুটিংয়ের জন্য মুম্বই পাড়ি দেবেন অভিনেতা।

bollywood saswata chatterjee